প্রায় চার দশক ধরে বঞ্চিত ইসলামপুরের সুভাষনগর জুনিয়র হাই স্কুল

প্রায় চার দশক ধরে বঞ্চিত ইসলামপুরের সুভাষনগর জুনিয়র হাই স্কুলের উন্নয়নে সরকারী অনুদানের দাবীতে রবিবার স্কুল প্রাঙ্গনে প্রতীকী অনশন ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। সুভাষনগর জুনিয়র হাই স্কুল ও স্কুলমাঠ রক্ষা কমিটির উদ্যোগে এদিনের অনশন ও রক্তদান শিবির কর্মসূচীর আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের ফিতে কেটে সূচনা করেন প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাস।

এছাড়াও সুভাষনগর জুনিয়র হাই স্কুলের উন্নয়নে সরকারী অনুদানের দাবীতে এদিনের প্রতিকী অনশন মঞ্চে ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, স্থানীয় প্রাক্তন সামরিক কর্মী শঙ্কর ভাওয়াল, সঞ্জয় ভাওয়াল সহ স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। প্রায় চার দশক আগেসুভাষনগর জুনিয়র হাই স্কুলের পথ চলা শুরু হলেও আজ পর্যন্ত সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বাঁশের বেড়া ও টিনের ছাদের স্কুলকে এগিয়ে নিয়ে যেতে এরাজ্যের সরকার কোনও পদক্ষেপ নেয়নি। সম্প্রতি চোপড়ার সোনাপুরে প্রশাসনিক সভায় এই স্কুলের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইসলামপুরের পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল দরবার করলেও তা ফলপ্রসূ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *