December 25, 2024

রায়গঞ্জ পৌর সভার উদ্দ্যোগে ফুটবল টুর্নামেন্ট ইসলামপুর এস ডি এস এ চ্যাম্পিয়ন-

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী  উপলক্ষে রায়গঞ্জ পৌর সভার উদ্যোগে ও উত্তর দিনাজুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনের নৈশ ফুটবল প্রতিযোগিতায় সোমবার ৩–০গোলে বীরনগর স্পোর্টিং এসোসিয়েশনকে হারিয়ে ইসলামপুর সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খেলায় ম্যান অফ দি টুর্নামেন্ট  হয় ইসলামপুর এস ডি এস এর বিপ্লব দাস এবং ম্যান অফ দি ম্যাচ হয়  ইসলামপুর এস ডি এস এর সোনম লেপচা।খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলেদেন ফুটবল আইকন ব্যারেটো উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য, রায়গঞ্জের পৌরপিতা সন্দীপ বিশ্বাস, উপ- পৌর পিতা অরিন্দম সরকার, ইসলামপুরের পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল,উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস,রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা।প্রথম দিনের খেলায় উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি ও ক্রীড়া সংগঠক বিশ্বরূপ দে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *