December 25, 2024

মকর সংক্রান্তি উপলক্ষে চোপড়ার কালাই ডাঙ্গিতে অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

1 min read
জয়দেব গোপ, চোপড়া: মকর সংক্রান্তি উপলক্ষে চোপড়ার কালাই ডাঙ্গিতে অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। সবুজ চা বাগান ঘেরা এবং ডাউক নদীর তীরে কালাই ডাঙ্গী আদিবাসী পাড়ায়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিন ছিল উৎসবের মেজাজ। আদিবাসী ক্ষত্রিয় সমাজ সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে- যোগদান করেন কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার ১২টি আদিবাসী লোক নৃত্য দল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আয়োজক সংস্থার পক্ষ্যে নিমাই উরাও, লক্ষণ উরাও ও অনিল উরাও জানান, আদিবাসী লোক সংস্কৃতিকে আরও উন্নত করার লক্ষ্যে মকর সংক্রান্তির দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বহু দূর দুরান্ত থেকে সংস্কৃতি প্রেমী মানুষের ঢল নামে। বিজয়ী দল গুলিকে নগদ পুরস্কার দেওয়া হবে। সারাদিন ব্যাপী চলে নাচ গান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *