রাধিকাপুর থেকে প্যাসেঞ্জার সহ দিল্লী ও হাওড়া এক্সপ্রেস ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন দিল কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯জানুয়ারি:গত মার্চ মাস থেকে করোনা আবহের কারনে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর স্টেশন থেকে একটানা ১১ মাস সমস্ত ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষ প্রচন্ড সমস্যায় পড়েছে। একদিকে যেমন রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনবন্ধ করে রাখা হয়েছে।তেমনি রাধিকাপুর থেকে দিল্লী এবং হাওড়া এবং রাধিকাপুর থেকে নিউ জলপাইগুড়ি ডি এম ইউ ট্রেন বন্ধ হয়ে আছে।উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ এই সমস্ত গুরুত্বপূর্ন যোগাযোগের ট্রেনগুলি বন্ধ থাকার কারনে প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছে।পশ্চিমবঙ্গের সর্বত্র যখন সমস্ত ট্রেন চালু করা হয়েছে,তখন উত্তর দিনাজপুর জেলায় বন্ধ থাকা ট্রেন গুলি এতদিন পরেও কোন কারনে বন্ধ রক্ষস হয়েছে3 লিবন্ধ থাকবে? শুক্রবার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহার নেতৃত্বে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারের হাতে চার দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি তুলে দেন।

সুনীল সাহা বলেন তাদের চার দফা দাবির মধ্যে মূলত দাবিগুলো হলরাধিকাপুর থেকে কাটিহার গামী তিনটি প্যাসেঞ্জার ট্রেন চালু করতে হবে।তার সাথে রাধিকাপুর দিল্লী সীমান্ত এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস এবং রাধিকাপুর- শিলিগুড়ি ডি এম ইউ ট্রেন অবিলম্বে চালু করতে হবে।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন তিনি কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির দেওয়া স্মারক পত্রটি কাটিহার ডিভিশনের ডি আর এমের কাছে সুপারিশ সহ পাঠিয়ে দেবেন বলে জানান।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ একটি বড় ব্যবসা কেন্দ্র।অথচ কালিয়াগঞ্জ স্টেশনে কোন পারসেল বুকিং কাউন্টার নেই।ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে ব্যবসার জন্য যে সমস্ত মাল পত্র আসে তা রায়গঞ্জ পর্যন্ত আসে।কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের রায়গঞ্জ গিয়ে তাদের মালপত্র আনতে হয়।তাদের দাবি কালিয়াগঞ্জ স্টেশনে পার্সেল বুকিং কাউন্টার অবিলম্বে চালু করতে হবে।ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্য নিরঞ্জন রাঠি,রতন কুন্ডু,শান্তনু দেবগুপ্ত,প্রকাশ কুন্ডু,বিশ্বজিৎ সাহা,প্রবীর কুন্ডু সহ ব্যবসায়ী সমিতির অনেকেই।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলেন স্টেশন ম্যানেজারের কোন সৌজন্যবোধ নেই।তিনি বলেন ব্যবসায়ী সংগঠনের মত একটি বৃহৎ সংগঠনের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের অফিসে ডেপুটেশন দিতে গেলেও তিনি কাউকে বসতে বলেন নি পর্যন্ত। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *