পাশে থাকার বার্তা দিয়ে মঞ্চ ছাড়লেন রাজীব

একটু আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁর হাতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। প্রতিবারের মতো এবারও তাঁর মুখে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অপরিসীম শ্রদ্ধার কথা। আর সেখান থেকে সোজা তিনি পৌঁছে যান ধর্মতলায় রানি রাসমণি রোডে সনাতন ধর্মাবলম্বীদের সভায়। আগে থেকেই এই সভার ডাক দেওয়া হয়েছিল পুরোহিত সংগঠনের তরফে। সেই মঞ্চে রাজীব পৌঁছতেই সকলে সাদরে অভ্যর্থনা জানান তাঁকে। রাজীবকে ঘিরে সকলের উত্‍সাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

মঞ্চ থেকে রাজীব বলেন,” আপনাদের প্রতি অনেক বঞ্চনা করা হয়েছে। আমি নিশ্চয়ই আগামীদিনে আপনাদের পাশে থাকব।আপনাদের ভাতার ব্যবস্থা, মাথার ওপর ছাদের ব্যবস্থা করার জন্য যা যা পদক্ষেপ করতে হবে, সেগুলি করব। আমি এর আগে আপনাদের একটি সভায় গিয়ে একই কথা বলেছি। আজ আবারও বলছি, যত মত তত পথ। কাজ করার জন্য অনেক পথ খোলা আছে। আপনাদের যে দাবিদাওয়া আছে সেগুলির প্রতি সহানুভূতিশীল। আমি আপনাদের পাশে থাকব”। উল্লেখ্য রাজ্য সরকার পুরোহিতদের জন্য ভাতা প্রদান শুরু করেছে। কিন্তু অভিযোগ উঠেছে যে সত্যিকারের বহু পুরোহিত সেই ভাতা পাচ্ছেন না। শাসকদলের একশ্রেণির নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা সেই ভাতার টাকা নিয়ে নয়ছয় করছেন। এর বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদ চালাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন। তখনই ঘোষণা করা হয় রানি রাসমণি রোডে বড় আকারে প্রতিবাদ সভা করা হবে সংগঠনের তরফে।সেইমতো এদিন সেখানে সভার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajiv Banerjee)। সেখানে গিয়ে পুরোহিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি। বলাবাহুল্য বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে ওয়াকিবহাল মহলে। রাজীব বিজেপিতে যাচ্ছেন রবিবার, এটা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। সেই কারণেই কি তিনি সাম্প্রতিককালে এমন ধরনের ধর্মীয় সভায় যাওয়া শুরু করেছেন? এই প্রশ্ন উঠছে। যদিও রাজীব বুঝিয়ে দিয়েছেন, তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। সেখানে তাঁর ভূমিকা নিয়ে অন্য কিছু ভেবে নেওয়ার কারণ নেই। এদিকে রাজীব বলেছেন শনিবার তিনি জানিয়ে দেবেন তাঁর আগামীদিনের রাজনৈতিক সিদ্ধান্তের কথা। অর্থাত্‍ কোন পথে তিনি যাচ্ছেন সেটা সরাসরি কাল জানিয়ে দিতে চলেছেন ডোমজুড়ের সদ্য প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *