নাট্য ব্যক্তিত্ব হরিমাধ্ব মুখোপাধ্যায় রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় থেকে ডিলিট পাচ্ছেন
1 min readতপন চক্রবর্তী –-উত্তর দিনাজপুর-উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তথা এই রাজ্যের নাট্য ব্যক্তিত্ব হরি মাধ্ব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করে সম্মানিত করবেন বিশ্ব বিদ্যালয়ের আচার্য মাননীয় কেশরী নাথ ত্রিপাঠী।রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের রেজিস্টার ডঃ দুর্লভ সরকার এই খবর জানিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ৩রা ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় তাকেএই সন্মান দেবেন।সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার।দক্ষিণ দিনাজপুর জেলার হরিমাধ্ব মুখোপাধ্যায় পেশায় বালুরঘাট কলেজে অধ্যাপনা একসময় করলেও তিনি দীর্ঘদিন যাবত নাটকের সাথে যুক্ত থেকে বালুরঘাটের মাটিতে ত্রিতীর্থ নাট্য সংস্থা গঠনের মধ্য দিয়ে নাট্য আন্দোলনের দিশারী হয়ে উঠেছিলেন।তিনি যেমন অভিনয় তেমনি নাটক রচনা ও নির্দেশনায় সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরি মাধ্ব মুখোপাধ্যায় ডিলিট পাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত নাট্যপ্রেমী মানুষজন খুশির আনন্দে ভাসছে বলে জানা যায়।জানা যায় ৩রা ফেব্রুয়ারি মাননীয় রাজ্যপাল তথা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের আচার্য কেশরী নাথ ত্রিপাঠীর হাত থেকে এই ডিলিট উপাধি গ্রহণ করবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্দান্ত খবর…..অনেক আগেই হরিমাধব দার এটা প্রাপ্য ছিলো ।