বালুরঘাট পৌর সভার উদ্যোগে প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে সতর্কিকরন, সচেতন ও বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ বিলি
1 min read
তুহিন শুভ্র মন্ডল–রবিবার বড়বাজার,পাওয়ার হাউস বাজার আর সাহেবকাছারি বাজারে সতর্কীকরণ,সচেতনতা ও বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ বিলি করেছে বালুরঘাট পৌরসভা।উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেনপ্লাস্টিক ও থার্মোকল বিরোধী অভিযান পৌর সভার পক্ষ থেকে নিয়মিত চলতে থাকবে।বালুরঘটের দিশারী সংকল্পের পক্ষ থেকে জানা যায় বালুরঘাট পৌরসভার কাছে প্লাস্টিক ও থার্মোকল বিরোধী অভিযানের উপায়ে এক গুচ্ছ প্রস্তাব ও দাবী জানানোর পর পৌরসভার প্রশাসক একটি মিটিং করেন।তারপর দুদিন মাইকিং করার পর রবিবার অভিযান করে বালুরঘাট পৌরসভা।বালুরঘাট পৌর সভার এই উদ্যোগকে ধন্যবাদ জানায় বালুরঘাটের দিশারী সংকল্প। বালুরঘাট পৌরসভাকে তারা জানান এই অভিযান ধারাবাহিক ভাবে হোক।ভবিষ্যতে যাতে স্পট ফাইনের ব্যবস্থ্যা করবার দাবিও জানানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});