কালিয়াগঞ্জে শহর মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রীর বদল কে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কাজিয়া চরমে, মুখ খুললেন প্রাক্তন সভানেত্রী
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- এবার
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর
মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রীর বদল কে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কাজিয়া
চরমে আসায় লোকসভা নির্বাচনের মুখে নতুন করে
বিতর্ক দানা বাধল।জানা যায় গতকাল যখন
নতুন করে কালিয়াগঞ্জ শহর তৃনমূলের মহিলা সভাপতি হিসাবে দায়িত্ব নিল কালিয়াগঞ্জ পৌরসভার
একজন কমি রুনা সাহা ঠিক তখন কালিয়াগঞ্জের শহর নেতৃত্বের উপর চরম ক্ষোভ প্রকাশ করল
প্রাক্তন তৃনমূলের মহিলা সভানেত্রী স্বপ্না গুহ বিশ্বাস ।তিনি বলেন তাকে সম্পূন
অন্ধকারে রেখে হটাৎ করে এই রদবদল করা
হল।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর
মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রীর বদল কে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কাজিয়া
চরমে আসায় লোকসভা নির্বাচনের মুখে নতুন করে
বিতর্ক দানা বাধল।জানা যায় গতকাল যখন
নতুন করে কালিয়াগঞ্জ শহর তৃনমূলের মহিলা সভাপতি হিসাবে দায়িত্ব নিল কালিয়াগঞ্জ পৌরসভার
একজন কমি রুনা সাহা ঠিক তখন কালিয়াগঞ্জের শহর নেতৃত্বের উপর চরম ক্ষোভ প্রকাশ করল
প্রাক্তন তৃনমূলের মহিলা সভানেত্রী স্বপ্না গুহ বিশ্বাস ।তিনি বলেন তাকে সম্পূন
অন্ধকারে রেখে হটাৎ করে এই রদবদল করা
হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ভাবে কাউকে না জানিয়ে যিনি কোনদিন ও দল করে নি তিনি কি ভাবে কালিয়াগঞ্জের মহিলা
তৃনমূল কংগ্রেসের সভানেত্রী হলেন।এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।দলে কি আর কোন
মহিলা ছিল না ।তিনি বলেন আসলে কালিয়াগঞ্জে এখন বড়লোকদের দল তৃনমূল হয়ে গিয়েছে।এখানে গরিব কমিদের কোন ঠাই নেই।এই ভাবে
চললে আগামী দিনে কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেস
এর ভাবমূর্তি খারাপ হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।যারা প্রকৃত কমি তাদের এখনে ঠাই
নেই ।যারা বড়লোক তারাই এখন কালিয়াগঞ্জে
তৃণমূল কংগ্রেসকে চালনা করছে। এখানে পুরনো কর্মীদের কোন দাম নেই ।
তৃনমূল কংগ্রেসের সভানেত্রী হলেন।এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।দলে কি আর কোন
মহিলা ছিল না ।তিনি বলেন আসলে কালিয়াগঞ্জে এখন বড়লোকদের দল তৃনমূল হয়ে গিয়েছে।এখানে গরিব কমিদের কোন ঠাই নেই।এই ভাবে
চললে আগামী দিনে কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেস
এর ভাবমূর্তি খারাপ হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।যারা প্রকৃত কমি তাদের এখনে ঠাই
নেই ।যারা বড়লোক তারাই এখন কালিয়াগঞ্জে
তৃণমূল কংগ্রেসকে চালনা করছে। এখানে পুরনো কর্মীদের কোন দাম নেই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বপ্না দেবী বলেন , এখন কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেস প্রমোটার রাজে পরিণত হয়ে গিয়েছে।প্রাক্তন সভানেত্রী বলেন
তিনি গত ২০১১ সাল থেকে এই দল নিষ্ঠার সাথে করে আসছেন।তার নেতৃতে বহু কর্মসূচি
গ্রহণ করেছেন বিভিন্ন সময় ।তাছাড়া দলে মহিলাদের ঐক্যবদ্ধভাবে সংঘটিত করতে পেরেছেন।তিনি বলেন নতুন সভানেত্রী
প্রায় একমাস হয়ে গেল দায়িত্ব পেয়েছেন কাগজে কলমে অথচ কালিয়াগঞ্জের শহর তৃনমূলের
সভাপতির সৌজন্য বোধ হয়নি তাকে জানানোর ।তিনি সংবাদ মাধ্যমের মারফত জানতে পারছেন । যে তিনি
নেই আর দলের কালিয়াগঞ্জের শহর তৃনমূলের
মহিলা সভানেত্রী।অথচ এবারের ব্রিগ্রেডের জনসভায় দলনেত্রীর বক্তব্য শোনার জন্য
কালিয়াগঞ্জ থেকে বহু মহিলাদের তিনি নিয়ে গিয়েছিলেন।
তিনি গত ২০১১ সাল থেকে এই দল নিষ্ঠার সাথে করে আসছেন।তার নেতৃতে বহু কর্মসূচি
গ্রহণ করেছেন বিভিন্ন সময় ।তাছাড়া দলে মহিলাদের ঐক্যবদ্ধভাবে সংঘটিত করতে পেরেছেন।তিনি বলেন নতুন সভানেত্রী
প্রায় একমাস হয়ে গেল দায়িত্ব পেয়েছেন কাগজে কলমে অথচ কালিয়াগঞ্জের শহর তৃনমূলের
সভাপতির সৌজন্য বোধ হয়নি তাকে জানানোর ।তিনি সংবাদ মাধ্যমের মারফত জানতে পারছেন । যে তিনি
নেই আর দলের কালিয়াগঞ্জের শহর তৃনমূলের
মহিলা সভানেত্রী।অথচ এবারের ব্রিগ্রেডের জনসভায় দলনেত্রীর বক্তব্য শোনার জন্য
কালিয়াগঞ্জ থেকে বহু মহিলাদের তিনি নিয়ে গিয়েছিলেন।
এদিকে নতুন ভাবে দায়িত্ব
নেওয়ার পর এক সাক্ষাৎকারে নতুন সভানেত্রী রুনা সাহা বলেন,দল তাকে যে গুরু
দায়িত্ব দিয়েছেন সেটা তিনি অক্ষরে অক্ষরে দায়িত্ব সহকারে পালন করবেন।আগামী দিনে শহরের মহিলাদের আরো ঐক্যবদ্ধ
করে নতুন ভাবে তিনি তৃনমূলের মহিলা সংঘটন কে এগিয়ে নিয়ে যাওয়ায় হবে তার একমাত্র লক্ষ্য । উল্লেখ্য গতকাল কালিয়াগঞ্জ পৌরসভা অফিস প্রাঙ্গনে বেশ কয়েকজন কাউন্সিলরদের উপস্থিতিতে রুনা সাহাকে
জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পুষপা মজুমদারের সই করা নিয়োগ
পত্র তুলে দেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ। সঙ্গে ছিলেন পৌরপতি কাতিক
চন্দ্র পাল।
নেওয়ার পর এক সাক্ষাৎকারে নতুন সভানেত্রী রুনা সাহা বলেন,দল তাকে যে গুরু
দায়িত্ব দিয়েছেন সেটা তিনি অক্ষরে অক্ষরে দায়িত্ব সহকারে পালন করবেন।আগামী দিনে শহরের মহিলাদের আরো ঐক্যবদ্ধ
করে নতুন ভাবে তিনি তৃনমূলের মহিলা সংঘটন কে এগিয়ে নিয়ে যাওয়ায় হবে তার একমাত্র লক্ষ্য । উল্লেখ্য গতকাল কালিয়াগঞ্জ পৌরসভা অফিস প্রাঙ্গনে বেশ কয়েকজন কাউন্সিলরদের উপস্থিতিতে রুনা সাহাকে
জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পুষপা মজুমদারের সই করা নিয়োগ
পত্র তুলে দেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ। সঙ্গে ছিলেন পৌরপতি কাতিক
চন্দ্র পাল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});