December 24, 2024

অভিনেতা সঞ্জয় মন্ডল র জয়

1 min read
কে এই সঞ্জয় মন্ডল?? চাকুরিজীবি না অভিনেতা না মডেল ?? ছোটো থেকেই স্বপ্ন ছিল অভিনেতা কিন্তু যদিও বা বিগত অনেক বছর তিনি নিজেকে ব্যাংকের চাকরির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তারপরেই ছোট টুকটাক মডেল জগতের কাজ করতে থাকেন । কাজ সেরকম না সেরকম বড় ব্যানারে না এই ভাবনা তার মধ্যে কখনো ছিল না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ছোট কাজ হোক কিংবা বড় টুকটাক অভিনয় মডেলিং করে যত টা পেরেছেন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । এক বছর আগে প্রখ্যাত অর্চিড ফিল্ম প্রোডাকশন র মালিক শ্রী কোরান সিং র সহযোগীর র মাধ্যমে মিস্টার এন্ড মিস কলকাতা ২০১৮ তে অংশগ্রহণ করে দ্বিতীয় পদে প্রতিষ্ঠিত হন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে কিছু নামি দামি অভিনেতা অভিনেত্রী দের সাথে কাজ করতে।
 তাহলে কি সঞ্জয় মন্ডল কোনো সিনেমা এবং সিরিয়াল র মাধ্যমে মানুষের মনে ফিরছেন ?? শোনা যাচ্ছে তার শুটিং অবধিও চলছে। কি সেটা তার জন্য চোখ রাখতে হবে নিউজ বাংলা র পর্দায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *