বুনিয়াদপুরে লোক সংস্কৃতি ও বাউল উৎসব
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলা ময়দানে শুরু হল ৭ দিনব্যাপী বুনিয়াদপুর লোকসংস্কৃতি ও বাউল উৎসব। উৎসবের সূচনা করেন গঙ্গারামপুর মহাকুমার মহকুমা শাসক দেবাঞ্জন রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন সাহিত্যিক গোবিন্দ তালুকদার, বুনিয়াদপুর থানার আইসি মনদীপ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।সাত দিনব্যাপী এই বাউল উৎসবে উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর,কোচবিহার সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ থেকে বিশিষ্ট বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন।বাউল উৎসবটি একনাগাড়ে দিবারাত্রি চলছে বলে জানালেন এলাকার বিশিষ্ট ব্যক্তি তথা বাউল উৎসব কমিটির সদস্য দিলীপ তালুকদার। বাউল সঙ্গীত শুনবার জন্য প্রতি দিন প্রচুর মানুষের ভীড় হচ্ছে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});