গ্রাম সংযোগে প্রশাসন অনুষ্ঠিত হল চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে
1 min read
জয়দেব গোপ, চোপড়া: গ্রাম সংযোগে প্রশাসন অনুষ্ঠিত হল চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক মনীশ মিশ্র, ডেপুটি মেজিস্ট্রেট খুরশেদ আলম , চোপড়ার বিডিও জুনেইদ আহমেদ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত প্রধান শহর বানু। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা শাসক,বিডিও,সভাপতি এবং মাঝিয়ালীর প্রধান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের স্টল সাজানো হয়। এছাড়াও ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি পোস্টার প্রদর্শনীর স্টল করা হয়। অনুষ্ঠানে গান এবং নাটক পরিবেশন করেন সবুজ অবুজ নাট্য গোষ্ঠীর শিল্পীরা। এছাড়াও আদিবাসী লোকশিল্পীরা আদিবাসী লোক নৃত্য পরিবেশন করন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});