December 24, 2024

আন্দামানের জহরলাল নেহেরু রাজখেও কলেজে বক্ততায় অধ্যাপক ডঃ তাপস পাল ঝড় তুললেন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর— আন্দামানের jNRM  কলেজে “UN-2030” নিয়ে বক্তৃতা রাখতে গিয়ে  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গর্ব তথা ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাপস পাল ঝড় তুললেন।আন্দামানের রাষ্ট্রপুঞ্জের 2030এজেন্ডা এর উপর এক ঘণ্টা বক্তব্য রাখলেন পন্ডিচেরি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জহরলাল নেহেরু রাজখেয়ো মহাবিদ্যালয়ের  ( স্থাপিত 1967 সালে )


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 লেকচার গ্যালারীতে ৩০০ শিক্ষার্থীসহ অধ্যাপকদের সামনে| তার বক্তব্যের বিষয়বস্তু ছিল “ইউ এন এর2030 এজেন্ডা: উন্নয়নের আলোকে|” আয়োজন করেছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ ও ভূগোল বিভাগ| প্রিন্সিপ্যাল ডাক্তার এম এফ জেভিয়ার্স বাবু এই  বক্তৃতাকে সাধুবাদ জানিয়েছেন এই বলে যে “ব্যবহারিক পরিবেশ এর বর্তমান অবস্থা ও তার পর্যালোচনা সম্পর্কে গত 23 শে জানুয়ারি 2019নেতাজির জন্ম দিনের দিনের শিক্ষার্থীদের স্থিতিশীলউন্নয়নের ব্যাপারে সজাক করেছেন তাপস বাবু|”ভূগোল বিভাগের অধ্যাপক ড॰ রতন মজুমদার সহ ভূগোল বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 দ্বীপকে বিশ্ব মানচিত্রে স্থিতিশীল উন্নয়নের ভূমিরূপ  হিসেবে  উপস্থাপন করতে পথগুলি সম্পর্কে জানতে পেরে আপ্লুত| এই দিনে প্রাণিবিদ্যা বিভাগের নেচার ক্লাবের পক্ষ থেকে ড॰ বি কে শাহ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ড॰ দিপেন শর্মা তাপস বাবুর হাতে তুলে দেন স্মারক সম্মান|  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীন দ্বীপ, নেতাজী সুভাষ দ্বীপ, পোর্ট ব্লেয়ার, স্বরাজ দ্বীপ, নর্থ বে দ্বীপ,বাড়াটাক দ্বীপ এই সমগ্র জায়গা স্থিতিশীল উন্নয়ন কে কতখানি অনুসরণ করছে তা বৈজ্ঞানিক দৃষ্টিতে সার্ভে করে তার নির্দিষ্ট দিক JNRM কলেজের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন, যার দ্বারা সমগ্র কলেজের অধ্যাপক তাপস বাবুর উপস্থিতিকে আরো বেশি মান্যতা দিয়েছেন| একই সাথে পরিবেশ নিয়ে যত ধরনের গবেষণা করেছেন সেগুলি ও দেখবার  ইচ্ছা প্রকাশ করেছেন ওই কলেজের ইতিহাস ও পলিটিক্যাল সাইন্স বিভাগের অধ্যাপকরা 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

|ডাক্তার মজুমদার, ডাক্তার শর্মা, ডাক্তার সাহু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সাথে যৌথ উদ্যোগে গবেষণা শুরু করতে ইচ্ছুক| ‘উপজাতি এবং পরিবেশ’ এই বিষয়ের উপরে ডাক্তার মজুমদারের অসাধারণ গবেষণার সাথে তাপস বাবু যুক্ত হতে ইচ্ছুক এবং একই সাথে ড॰ শর্মা, তাপস বাবুর সাথে যৌথ উদ্যোগে নিকোবর উপজাতির ওপরPh.D. করাতে ইচ্ছুক| তাপস বাবু বলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্ব মানচিত্রে এক উন্নত জায়গা নেবে এবং তার জন্য বিশ্বের যে প্রান্তেই তিনি  যান না কেন,উচ্চ গবেষণার কাজে নিজের বিশ্ববিদ্যালয় কে যুক্ত করতে সদাই ইচ্ছুক|


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *