বিরোধীদের কুৎসার জবাব উন্নয়নের মাধ্যমে দিতে চান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কাত্তিক চন্দ্র পাল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- বিরোধীদের কুৎসার জবাব উন্নয়নের
মাধ্যমে দিতে চান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কাত্তিক চন্দ্র পাল । তিনি বলেন বিরোধীদের কাজ ই নোংরা ভাষায় সমালোচনা করা,
আর যেটা এখন তারা করছে। তিনি বলেন যারা উন্নয়ন কি বোঝেন না তাদের মুখে
সমালোচনা মানায় না । পৌরপতি নাম না করে কালিয়াগঞ্জ এর কংগ্রেসের বিধায়ক
প্রমথনাথ রায় সম্বন্ধে বলেন ,হয়তো শিক্ষাগত যোগ্যতা তার থেকে কম থাকতে পারে
কিন্তু বিধায়কের মত ভুলভাল তথ্য না জেনে
তিনি বলেন না । পৌরপতি বলেন কালিয়াগঞ্জ এর সুইমিংপুল নিয়ে বিধায়ক যে
মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে তা একদমই মিথ্যা কথা।বিধায়ক এ ব্যাপারে কিছুই জানেন
না। পৌরপতি বিধায়কের উদ্দেশ্যে বলেন পাট্টা জমি কখনো বিক্রি হয় না ।
মাধ্যমে দিতে চান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কাত্তিক চন্দ্র পাল । তিনি বলেন বিরোধীদের কাজ ই নোংরা ভাষায় সমালোচনা করা,
আর যেটা এখন তারা করছে। তিনি বলেন যারা উন্নয়ন কি বোঝেন না তাদের মুখে
সমালোচনা মানায় না । পৌরপতি নাম না করে কালিয়াগঞ্জ এর কংগ্রেসের বিধায়ক
প্রমথনাথ রায় সম্বন্ধে বলেন ,হয়তো শিক্ষাগত যোগ্যতা তার থেকে কম থাকতে পারে
কিন্তু বিধায়কের মত ভুলভাল তথ্য না জেনে
তিনি বলেন না । পৌরপতি বলেন কালিয়াগঞ্জ এর সুইমিংপুল নিয়ে বিধায়ক যে
মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে তা একদমই মিথ্যা কথা।বিধায়ক এ ব্যাপারে কিছুই জানেন
না। পৌরপতি বিধায়কের উদ্দেশ্যে বলেন পাট্টা জমি কখনো বিক্রি হয় না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর সুমিংপুল
এর ব্যাপারে যখন পৌরসভা জমি কিনেছে তখন বিএলআরও অফিস থেকে সমস্ত কিছু খতিয়ে দেখেই
সেই জমি কেনা হয়েছে । তিনি বলেন যে জমি কেনা হয়েছে তা রায়তি সম্পত্তি । অপরদিকে
নাম না করে পৌরপতি সিপিএম নেতা ভারতেন্দু চৌধুরীর উদ্দেশ্যে বলেন, পৌরসভার উদ্যোগে
যে সুইমিং পুল তৈরি হচ্ছে তাতে ভারতেন্দু বাবূ একদিন সেখানেই সাঁতার কাটবেন বলে তার দৃঢ়
বিশ্বাস। আর সেই জন্য পৌরপতি ভগবানের কাছে
প্রার্থনা করেন ভারতেন্দু বাবুর যাতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে । পৌরপতি বলেন দীর্ঘদিন ধরে কুৎসা ও অপপ্রচারের
জবাব তিনি দিবেন শহরের উন্নয়নের মাধ্যমে । সেই লক্ষ্যে তিনি এগিয়ে গেছেন।তিনি বলেন আগামী ৩ তারিখে কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের
একটি চাহিদা ট্রাক স্ট্যান্ড নির্মাণ হতে চলছে ।
এর ব্যাপারে যখন পৌরসভা জমি কিনেছে তখন বিএলআরও অফিস থেকে সমস্ত কিছু খতিয়ে দেখেই
সেই জমি কেনা হয়েছে । তিনি বলেন যে জমি কেনা হয়েছে তা রায়তি সম্পত্তি । অপরদিকে
নাম না করে পৌরপতি সিপিএম নেতা ভারতেন্দু চৌধুরীর উদ্দেশ্যে বলেন, পৌরসভার উদ্যোগে
যে সুইমিং পুল তৈরি হচ্ছে তাতে ভারতেন্দু বাবূ একদিন সেখানেই সাঁতার কাটবেন বলে তার দৃঢ়
বিশ্বাস। আর সেই জন্য পৌরপতি ভগবানের কাছে
প্রার্থনা করেন ভারতেন্দু বাবুর যাতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে । পৌরপতি বলেন দীর্ঘদিন ধরে কুৎসা ও অপপ্রচারের
জবাব তিনি দিবেন শহরের উন্নয়নের মাধ্যমে । সেই লক্ষ্যে তিনি এগিয়ে গেছেন।তিনি বলেন আগামী ৩ তারিখে কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের
একটি চাহিদা ট্রাক স্ট্যান্ড নির্মাণ হতে চলছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যার শিলান্যাস করবেন ইটাহারের
বিধায়ক অমল আচার্য । তিনি বলেন নিন্দুকেরা যে যাই বলুক না কেন কালিয়াগঞ্জ সাংস্কৃতির
পীঠস্থান তাই সাংস্কৃতি প্রেমী মানুষদের
দিকে তাকিয়ে কালিয়াগঞ্জে শীঘ্রই নির্মাণ হতে চলছে টাউন হল । যার আনুমানিক ব্যয় হবে সাত
কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া
সম্পূর্ণ হয়ে গিয়েছে । তার কাজ শীঘ্রই শুরু হতে চলছে বলে তিনি জানান। তাছাড়া কালিয়াগঞ্জ স্টেডিয়ামের কাজও খুব
শিঘ্রীই শুরু হতে চলছে। এখানেও টেন্ডার
প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। পৌরপতি
বলেন এগুলো সব কাজের ঘোষণা শুধুমাত্র মুখে বা ভোটের প্রতিশ্রুতি নয় এগুলো
বাস্তবায়িত করতে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।
বিধায়ক অমল আচার্য । তিনি বলেন নিন্দুকেরা যে যাই বলুক না কেন কালিয়াগঞ্জ সাংস্কৃতির
পীঠস্থান তাই সাংস্কৃতি প্রেমী মানুষদের
দিকে তাকিয়ে কালিয়াগঞ্জে শীঘ্রই নির্মাণ হতে চলছে টাউন হল । যার আনুমানিক ব্যয় হবে সাত
কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া
সম্পূর্ণ হয়ে গিয়েছে । তার কাজ শীঘ্রই শুরু হতে চলছে বলে তিনি জানান। তাছাড়া কালিয়াগঞ্জ স্টেডিয়ামের কাজও খুব
শিঘ্রীই শুরু হতে চলছে। এখানেও টেন্ডার
প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। পৌরপতি
বলেন এগুলো সব কাজের ঘোষণা শুধুমাত্র মুখে বা ভোটের প্রতিশ্রুতি নয় এগুলো
বাস্তবায়িত করতে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।
সেই কাজ ও যাতে দ্রুত সম্পন্ন হয় সেদিকে তিনি লক্ষ্য রাখছেন । পৌরপতি কার্তিক চন্দ্র পাল
বলেন, কালিয়াগঞ্জ এর সমস্ত রাজনৈতিক দল কালিয়াগঞ্জ পৌরসভার মা-মাটি-মানুষের পৌর
বোর্ডের বিরুদ্ধে যতই কুৎসা অপপ্রচার করুক না কেন এর জবাব তিনি দেবেন মুখে নয়
শহরের উন্নয়নের মধ্য দিয়ে । সাথে সাথে তিনি পৌরসভার নাগরিকদের কাছে আবেদন করেন
যাতে নাগরিকরা শহরকে পরিষ্কার রাখার পাশাপাশি শহরে ক্যারিব্যাগ যাতে তারা বর্জন
করেন । তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চলছে
তার ফলে শহরবাসী একটু অসুবিধার মধ্যে পড়েছে তার জন্য তিনি শহরবাসীর কাছে ক্ষমা
চেয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে রাজ্যের মা মাটি মানুষের
সরকার কালিয়াগঞ্জ পৌরসভার মা-মাটি-মানুষের পৌরসভাকে দুহাত তুলে আশীর্বাদ করছে
তাতে নাগরিকদের সহযোগিতায় আগামী দিনে তারা কালিয়াগঞ্জ এর মতো ছোট্ট শহর কে এগিয়ে নিয়ে যেতে
পারবেন । এখন তারা সেই লক্ষ্যে কাজ করে চলছে । পৌরপতি বলেন শহরের কিছু কাজ থমকে আছে এখন তার প্রধান কারণ হলো ফারাক্কা ব্যারেজে কাজ হওয়ার ফলে পাথর আসে না । তবে সেই সমস্যার ও
কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। তিনি
বলেন বর্তমানে ১৭ টি ওয়ার্ডএ ৫ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তার কাজ চলছে
দ্রুতগতিতে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ শহরে প্রায় ৫০ টা উচ্চ বাতিস্তম্ভের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে
গিয়েছে যা আগামীতে কালিয়াগঞ্জ কে নতুন ভাবে আলোর দিশারী দেখাবে ।
বলেন, কালিয়াগঞ্জ এর সমস্ত রাজনৈতিক দল কালিয়াগঞ্জ পৌরসভার মা-মাটি-মানুষের পৌর
বোর্ডের বিরুদ্ধে যতই কুৎসা অপপ্রচার করুক না কেন এর জবাব তিনি দেবেন মুখে নয়
শহরের উন্নয়নের মধ্য দিয়ে । সাথে সাথে তিনি পৌরসভার নাগরিকদের কাছে আবেদন করেন
যাতে নাগরিকরা শহরকে পরিষ্কার রাখার পাশাপাশি শহরে ক্যারিব্যাগ যাতে তারা বর্জন
করেন । তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চলছে
তার ফলে শহরবাসী একটু অসুবিধার মধ্যে পড়েছে তার জন্য তিনি শহরবাসীর কাছে ক্ষমা
চেয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে রাজ্যের মা মাটি মানুষের
সরকার কালিয়াগঞ্জ পৌরসভার মা-মাটি-মানুষের পৌরসভাকে দুহাত তুলে আশীর্বাদ করছে
তাতে নাগরিকদের সহযোগিতায় আগামী দিনে তারা কালিয়াগঞ্জ এর মতো ছোট্ট শহর কে এগিয়ে নিয়ে যেতে
পারবেন । এখন তারা সেই লক্ষ্যে কাজ করে চলছে । পৌরপতি বলেন শহরের কিছু কাজ থমকে আছে এখন তার প্রধান কারণ হলো ফারাক্কা ব্যারেজে কাজ হওয়ার ফলে পাথর আসে না । তবে সেই সমস্যার ও
কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। তিনি
বলেন বর্তমানে ১৭ টি ওয়ার্ডএ ৫ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তার কাজ চলছে
দ্রুতগতিতে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ শহরে প্রায় ৫০ টা উচ্চ বাতিস্তম্ভের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে
গিয়েছে যা আগামীতে কালিয়াগঞ্জ কে নতুন ভাবে আলোর দিশারী দেখাবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});