গ্রাম উন্নয়নে মধুপুর গ্রাম সংসদে,গ্রাম সংসদ বসলো
1 min readতপন চক্রবর্তী (বর্তমানের কথা ) : গ্রাম বাংলার উন্নয়নে গ্রাম সংসদের নির্বাচিত ভোটাররা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন মধূপুর গ্রামে গ্রাম সংসদ বসে। এই গ্রাম সংসদের সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী মাহাতো ,উপ-প্রধান ভবানন্দ দেবসর্মা, নির্মান সহায়ক সুরিতা দে নাগ । এদিনের সভায় মধুপুর গ্রাম সংসদে কোন কাজের উপরে অগ্রাধিকার দেওয়া হবে তা উপস্থিত গ্রাম সংসদের সদস্যরাই ঠিক করেন। এদিন সিদ্ধান্ত হয় ১০০ দিনের কাজের প্রকল্পে অধিক গুরুত্ব দেওয়া হবে, গ্রাম সংসদের বিভিন্ন খারাপ রাস্তা গুলিকে ঢালাই রাস্তায় পরিণত করা হবে এবং ওই গ্রাম সংসদে এখনো যারা বিধবা ভাতা অথবা বার্দ্ধক্য ভাতা পায়নি তাদেরকে অবিলম্বে এই প্রকল্পের মাধ্যমে আনার সিদ্ধান্ত হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, বর্তমানে দিল্লী বা কলকাতা থেকে অথবা জেলা থেকে গ্রাম উন্ন্যনের সিদ্ধান্ত গ্রাম বাসিদের উপর চাপিয়ে দেওয়া হয় না। গ্রাম সংসদের সভাতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাঁদের নিজের সুবিধা অনুসারে সেই সিদ্ধান্তকেই রুপ দেওয়ার ব্যবস্থা প্রশাসন থেকে করা হয়।