মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় মৃত ৩, নিখোঁজ প্রায় ৫০
1 min readএদিকে স্থানীয় সূত্রে খবর, উদ্ধার কার্য দেরিতে শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় দমকল এবং পুলিশের দুটি গাড়িতে। তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও খবর। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর চালান হয় রিকভারি ভ্যানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এরই মাঝে স্থানীয়দের তৎপরতায় খালে নামান হয় নৌকা; শুরু করা হয় উদ্ধার কার্য। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ জনের মৃত দেহ। নিখোঁজ প্রায় ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবহণ মন্ত্রী শুভেন্দ অধিকারী জানিয়েছেন, কুয়াশার মধ্যে একটি ট্রাককে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা।