December 27, 2024

মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে ফের চাগাড় দিল 'স্যূট বুট কি সরকার'

1 min read


প্রীতম সাঁতরা (বর্তমানের কথা)  : মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে ফের চাগাড় দিল ‘স্যূট বুট কি সরকার’ প্রসঙ্গ। সৌজন্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২৭ ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মাঝে পৌছেছিলেন রাহুল। মেঘালয়ের ওই রক-কন্সার্টে কালো জ্যাকেট এবং জিনসে হাজির হয়েছিলেন কংগ্রেস সভাপতি। ‘স্যুট বুট কি সরকার’ প্রসঙ্গ উস্কে দেওয়ার পিছনে রয়েছে রাহুলের ওই কালো জ্যাকেট। জানা গিয়েছে, রাহুলের ওই জ্যাকেটের মূল্য ৯৯৫ ডলার। ভারতীয় মূল্যে যা দাঁড়ায় ৬৩ হাজার ৮০০ কোটি টাকা। প্রসঙ্গত, কিছুদিন আগে মোদীর যে স্যুটটি নিলামে উঠেছিল তার দাম ছুঁয়েছিল ৪.৩১ কোটি টাকা। এরপরেই কেন্দ্রীয় সরকারকে ‘স্যুট বুট কি সরকার’ বলে কটাক্ষ করেছিল কংগ্রেস। মেঘালয়ে রাহুলের জ্যাকেট রাজনৈতিক মহলের নজরে চলে আসার পর, কংগ্রেসকে পাল্টা দিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকেও দেওয়া হয়েছে প্রত্যুত্তর। কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরি জানিয়েছেন, ‘এঁরা তাঁরাই যারা প্রধানমন্ত্রীর জ্যাকেট কোটি টাকায় নিলাম করেছিলেন।’ সবমিলিয়ে মেঘালয় বিধানসভা নির্বাচনের আগেও গুজরাট নির্বাচনের আবহ তৈরী হয় কিনা তার অপেক্ষাতেই রয়েছেন একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..