January 3, 2025

জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা উত্তর দিনাজপুরে

1 min read

তন্ময় চক্রবতী উত্তর দিনাজপুর:উত্তর দিনাজপুর জেলা প্রশসন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় পথ দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশায় চার দিক ঢেকে যাচ্ছে গত কয়েকদিন ধরেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে একেবারেই কমে যাচ্ছে জাতীয় সড়কে দৃশ্যমানতা এর ফলে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি নজরে আসায়  

জেলাশাসক আয়েষা রানি বলেন, ঘন কুয়াশায় কারণে জাতীয় সড়কে গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। বিষয়টি পুলিস পরিবহণ দপ্তরকে দেখার জন্য আমরা জানিয়ে রেখেছি। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে চোপড়া সীমান্ত পর্যন্ত প্রায় ১৮৭ কিমি জাতীয় সড়ক রয়েছে। এর মধ্যে ইটাহার থেকে ডালখোলার পূর্ণিয়া মোড় পর্যন্ত ৩৪ নম্বর এবং পূর্ণিয়া মোড় থেকে চোপড়া সীমান্ত পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কটি রয়েছে। গভীর রাতে ভোরের দিকে বেশির ভাগ দিনই প্রচণ্ড কুয়াশার কারণে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। সেকারণেই জেলা প্রশাসন পরিস্থিতি অনুসারে ঘন কুয়াশার সময়ে গাড়ি চালাতে নিষেধ করেছে। বাস ট্রাক মালিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *