লক্ষাধিক টাকার সোনার গহনা হাতিয়ে চম্পট,গ্রেপ্তার করা হলো অভিযুক্ত পরিচারিকা পূর্নিমা সাহা কে
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা) :- লক্ষাধিক টাকার সোনার গহনা হাতিয়ে চম্পট এক মহিলা পরিচারিকার কাজে বিশ্বাস জমিয়ে । ধুপগুড়ি ও কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার রায়গঞ্জের চন্ডীতলা থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত পরিচারিকা পূর্নিমা সাহা ওরফে মঞ্জুকে।উদ্ধার করা হয়েছে চুরি হওয়া সোনার গহনা তার কাছ থেকে ।ধুপগুড়ি শহরের বাসিন্দা কাঞ্চন বোসের বাড়িতে পরিচারিকার কাজ শুরু করে অল্পদিনের মধ্যে বিশ্বাস অর্জন করে রায়গঞ্জের চন্ডীতলার বাসিন্দা পূর্নিমা সাহা। কিন্তু তার মনে অভিসন্ধি ছিল সোনার গহনা ও টাকা পয়সা হাতিয়ে চম্পট দেওয়া। লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি করে চম্পট দেয় পূর্নিমা ওরফে মঞ্জুগতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে । এরপরই মঞ্জুর মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে ধুপগুড়ি থানার অফিসার অসীম মজুমদার ও দিলিপ সরকারের নেতৃত্বে এবং রায়গঞ্জ কর্নজোড়া ফাঁড়ির পুলিশের অফিসার ইনচার্জ দিব্যেন্দু দাস যৌথ অভিযান চালিয়ে রায়গঞ্জের চন্ডীতলা চান্দোর এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পরিচারিকা পূর্নিমা সাহাকে।