December 21, 2024

জমি নিয়ে দুই ভায়ের পুরানো বিবাদ চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানার বিলাইমারি গ্রামে

1 min read
বিশ্বজিৎ মন্ডল ,মালদা :জমি নিয়ে দুই ভায়ের  পুরানো বিবাদ।সেই বিবাদে থানায় অভিযোগ করাই মাশুল দিতে হলো অভিযোগকারী ভাইয়ের গোটা পরিবারকে।ভাইয়ের পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো সহ বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওপর ভাইয়ের দলবলের বিরুদ্ধে।ঘটনায় আক্রান্ত ভাই সহ তার গোটা পরিবার চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।এমন ঘটনায়
চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানার বিলাইমারি গ্রামে।ঘটনাই অভিযুক্ত ভাই সহ দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ভাইয়ের পরিজনেরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, আক্রান্তরা হলেন, ভাই ভুপেশ মন্ডল(৬০),তার স্ত্রী বেনু মন্ডল(৫০), এই দম্পত্তির সন্তান আনন্দ মন্ডল(২১), তাপস মন্ডল(১৭) এবং ইতি মন্ডল(১৬)। তাপস একাদশ শ্রেণীর ছাত্র এবং ইতি দশম শ্রেণীর ছাত্রী।কাহালা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া তারা।ঘটনায় অভিযুক্ত ভাইয়ের নাম অজয় মন্ডল।এছাড়া বাবলু মন্ডল,বিক্রম মন্ডল,প্রদীপ মন্ডল সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূপেশ মন্ডল ও অজয় মন্ডল সম্পর্কে দুই ভাই।গত প্রায় একমাস আগে বসত বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয়। তারপরই বড়ভাই ভুপেশ মন্ডল রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন ভাই অজয় মন্ডলের বিরুদ্ধে।কিন্তু,সেই অভিযোগ তুলে নেওয়ার চাপ দিতে থাকে ছোট ভাই সহ তার পরিবার।এদিকে বুধবার রাতে আবারো বচসা শুরু হয় দুই ভাইয়ের মধ্যে।অভিযোগ,থানা থেকে মামলা না তুলার কারণে বড়ো ভাই ভূপেশ সহ তার গোটা পরিবারকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ছোটো ভাইয়ের পরিবার।মারধরে পাশাপাশি ঘরে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ছোট ভাইয়ের দলবল বলে অভিযোগ।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতাল ও পরে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় অভিযুক্ত ভাই সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পলাতক অভিযুক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *