বলিউডের অভিনেতা জিতেন্দ্রর নাম হলো বদনাম নিজের বোন কে যৌন হেনস্থার কারণে।
1 min read (বলিউডের অভিনেতা জিতেন্দ্রর)
নিজস্ব সংবাদদাতা (বর্তমানের কথা) ঃ হেনস্থার সঙ্গে নাম জড়াল বলিউডের অভিনেতা জিতেন্দ্রর।৭৫ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই তুতো বোন।একতা কাপুর ও তুষার কাপুরের বাবা জিতেন্দ্রর ইমেজ বলিউডেকালিমালিপ্ত করলেন তারই তুতো বোন অভিযোগকারিণীর দাবি, এই ঘটনা ঘটে ১৯৭১ সালের জানুয়ারি মাসে যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮, জিতেন্দ্র তার থেকে বয়সে ১০ বছরের বড়।অভিযোগকারিণী জানান , জিতেন্দ্র তাকে ছবির শ্যুটিংয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাবার কাছ থেকে অনুমতি চান, তারপর যৌন হেনস্থা করেন তাকে। যেহেতু জিতেন্দ্র ধনী ও ক্ষমতাশালী তাই নিজের ও নিজের পরিবারের পরিচয় গোপন রাখার জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন তিনি।এদিকে জিতেন্দ্রর আইনজীবী জানিয়েছেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই।পুরোটাই পরিকল্পিতভাবে অভিনেতাকে বদনাম করার জন্য করা হয়েছে বলে দাবি করেছেন বর্ষীয়ান অভিনেতার আইনজীবী। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চুপই রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা।