December 10, 2024

প্রথম দিনের খেলার শেষে চাপে বাংলাদেশ

1 min read
ঢাকায় টেস্ট সিরিজের শ্রীলঙ্কা ও বাংলাদেশ 
ঢাকা (বর্তমানের কথা) ঃ ঢাকায় টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অলআউট করে দিয়ে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল বাংলাদেশ।  দিন শেষে ৫৬ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে তারা।বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। দলীয় চার রানের মাথায় ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে বসে তারা। পরের ওভারেই রান আউটের হন মুমিনুল হক। শূন্য রানে ফিরেছেন তিনি। তবে যেভাবে তিনি আউট হয়েছেন, তা একেবারেই অমার্জনীয়। একেবারেই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি।এরপর মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস ফিরে গেলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল। মুশফিক ব্যক্তিগত মাত্র ১ রানের মাথায় ফিরে গেলেও দিনের একেবারেই শেষ সময়ে ইমরুল আউট হয়েছেন। তখন তাঁর ঝুলিতে ১৯ রান। সেট হওয়ার পর তাঁর আউট দলের জন্য একটা বড় ধাক্কা।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা; গুটিয়ে গেছে মাত্র ২২২ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি এসেছে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ৫৬ রান করেছেন অভিষিক্ত রোসেন সিলভা। আর শেষ পর্যায়ে ৩১ ও ২০ রানের ছোট দুটি ইনিংস এসেছে দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়ের ব্যাট থেকে।বাংলাদেশের দুই স্পিনার আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলাম দারুন বলিং করেছেন এই ম্যাচে । দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট। আর দুটি উইকেট গেছে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *