শিবরাত্রি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন মালদা জেলায়
1 min readপিয়া গুপ্তা (বর্তমানের কথা) ঃ অনেকেই ভাববেন হয়তো বিয়ের উত্সব হ্যা বিয়ের উত্সব তো বটে কি নেই এই বিয়েতে আছে বর আছে বউ আর আছে এক ঝা চকচক ফুলের আবরণে মোড়ানো সুন্দর একটি মারতি গাডি।যেখানে বর বউ বসে পুরো শহর পরিক্রমা করছে।আর তার পিছনে পিছনে নেচে চলছেন কয়েকশো গ্রাম বাসী।কিন্তু এটা বিয়ের উত্সব তো বটে তবে এই বিয়ে সাধারণ দুটো মানুষের নয শিব আর পার্বতীর বিয়ের উত্সব ।কি আবাক হলেন তো ?ভাবছেন শিব আর পার্বতী কোথা থেকে এলো।কিন্তু হ্যা শিব রাত্রি উপলক্ষে কয়েক শো গ্রাম বাসীরা মিলে এমনে এক বিয়ের আয়োজন সারলেন ওল্ড মালদা জেলার নবাবগঞ্জ গ্রামে ।যেখানে সাধারণ দুটো পরিবার শিব পার্বতীর সেজে গেলো কলসি হাতে গেল মহানন্দা নদীতে জল ভরতে।অবশেষে জল ভরে পুরো মালদাজেলা পরিক্রমা করে দুটো পরিবার শিব পার্বতীকে বিয়ে দিলো।তার পাশাপাশি ওল্ড মালদা জেলায শিবরাত্রি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন গ্রাম বাসীরা ।এদিন শিবরাত্রি উপলক্ষে মালদা জেলার বহু মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।প্রায় 1000 এর ও বহু মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।সকাল থেকে বহু মানুষ উপবাস করে শিবরাত্রি পূজো উপলক্ষে শিব পার্বতীর বিয়ের আয়োজন করেন।শিবরাত্রি উপলক্ষে গ্রামের ভক্ত স্বপন রাওনিযা ও সবিতা রাওনিযা শিব ও পার্বতী সেজে মহানন্দা নদী থেকে জল ভরে পুরো ওল্ড মালদা জেলা পরিক্রমা করেন।উপবাস করা ভক্ত দের কেউ জল কেউ বা শরবত দিয়ে পূর্ণি লাভ করেন।