এবার পলাশহীন হতে চলেছে শান্তিনিকেতন বসন্তৎসব
1 min readপ্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : এবার পলাশহীন হতে চলেছে শান্তিনিকেতন বসন্তৎসব। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে মঙ্গলবার এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশের যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উচ্চ পদস্থ আধিকারিক সহ উপাচার্য সবুজকলি সেনও। শোভাযাত্রার পাশাপাশি বিশ্বভারতী চত্বরেও নিষিদ্ধ করা হল পলাশ বিক্রি। একই সাথে অতিথিদেরও পলাশ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কিন্তু কেন এরূপ সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ? জানা যাচ্ছে, অন্যবারে বসন্তৎসবের সময় স্থানীয় এবং অতিথিদের উৎসব পালনে অজান্তেই ক্ষতিগ্রস্ত হয় পলাশ ফুল ও পলাশ গাছে। উৎসবে অংশগ্রহণকারী একাংশ আবার পলাশ ফলের পসরার আয়োজন করেন বলেও অভিযোগ। তাই পরিবেশ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ পলাশের পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্লাস্টিক ব্যবহারের উপরেও।