December 21, 2024

এইমস স্থাপনে লড়াই এর ময়দানে নামার আহ্বান বিধায়কের

1 min read

                                               রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত

পিয়া গুপ্তা (বর্তমানের কথা) ঃউত্তর দিনাজপুর ,প্রিয়রঞ্জন দাশমুন্সীর  এক বড়ো স্বপ্ন  ছিল রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপন ।কিন্তু বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার রায়গঞ্জের মানুষকে বঞ্চিত করে কল্যাণীতে এইমস স্থানান্তরিত করে। এই দুঃখ শুধুমাত্র এই জেলাবাসীর নয়, গোটা উত্তরবঙ্গবাসীর।তাই তার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজবংশী সম্প্রদায়কে আন্দোলনের ময়দানে নামতে হবে এদিন এমনই আহ্বান  জানালেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। রবিবার মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই আহ্বান জানান মোহিতবাবু। রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এদিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, রায়গঞ্জে এইমসের স্বপ্ন দেখেছিলেন রায়গঞ্জের প্রাক্তণ সাংসদ তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী। তিনি বলেন এইমস স্থাপনের দাবিতে রাজবংশীদের প্রধান ভূমিকা নিতে হবে। ঠাকুর পঞ্চানন বর্মা শোষিত ও নিপীড়িত মানুষের জন্য যে লড়াই করে গেছেন তা কখনই ভোলার নয়। তাই মনীষীর আদর্শকে সামনে রেখে আন্দোলনে নামার আহ্বান জানান উপস্থিত সকলকে।তিনি বলেন, কিছু ভঁইফোড় নেতা জাল শংসাপত্র দাখিল করে সুযোগ সুবিধা ভোগ করছে। এর ফলে রাজবংশী সমাজ শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকুরি সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, একজন প্রভাবশালী নেতা জাল সার্টিফিকেট দাখিল করে হেমতাবাদ বিধানসভা নির্বাচনে দাড়ানোর পরিকল্পনা নিয়েছে। রাজবংশী সমাজকে সেই ভুঁইফোঁড় নেতার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে।ঠাকুর পঞ্চানন বর্মা অন্দায়ের বিরুদ্ধে নামতে কখনই ভয় পাননি। তাই ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজবংশী সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে পড়ার ডাক দেন মোহিতবাবু এদিন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জীতেন্দ্র নাথ সরকার, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শুভেন্দু মুখার্জী, রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক পবিত্র চন্দ্র, রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সভাপতি ননীগোপাল রায় এবং সম্পাদক শ্যামাপদ রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার বর্মন সহ অন্যান্যরা। মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ফুটবল কোচিং ক্যাম্পকে সমিতির পক্ষ থেকে এদিন সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *