মুখ্যমন্ত্রীর প্রশংসায় 'নির্দল' ঋতব্রত
1 min readপ্রীতম সাঁতরা : ফের বিতর্কের মুখে সিপিআইএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারেও বিতর্কের কারণ সেই সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি পোষ্ট। দল থেকে বহিষ্কৃত হলেও, এখনও কিন্তু নিজের সাংসদ পদে বহাল রয়েছেন ঋতব্রত। এমতবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। ট্যুইটারে তিনি জানান, ‘এখন থেকে আমি বাংলা থেকে আমি রাজ্যসভার নির্দল সাংসদ হিসাবেপ পরিচিত হলাম। রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে আমি রাজ্যসভায় আগের মতই সরব হব। মমতার অধীনে বাংলা এই মুহুর্তে দুর্দান্ত গতিতে এগোচ্ছে। ‘