সরকারি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলি
1 min readঅজিত মন্ডল:– শনিবার সরকারি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলি। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজন ছড়রা গুলিতে আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুরে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় একটি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেহর গ্রামের বাসিন্দারা আজ ওই জলাজমিতে মাছ ধরা শুরু করলে বাঁধা দেয় ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেইসময় ফুলবাড়ি গ্রামের এক ব্যাক্তির লাইসেন্সপ্রাপ্ত ছড়রা বন্দুক দিয়ে গুলি ছোঁড়ে। গুলির আঘাতে দেহরা গ্রামের দুই ব্যাক্তি গুরুতর আহত হন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।