October 30, 2024

পর্ন ছবিতে বিভোর বিমানে নগ্ন অবস্থায়, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

1 min read



ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে ভিডিও দেখা বা বই পড়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না বিমান যাত্রা অনেকের কাছেই বেশ বিরক্তিকর মনে হয়। এক বাংলাদেশি যুবক তাই বিমান যাত্রাকে বেশ মজাদার করে তোলারই চেষ্টা করেছিলেন কিন্তু প্রকাশ্যে যে একেবারেই মেনে নেওয়া যায় না এহেন অশালীন বিনোদন সুতরাং হাতে হাতকড়া পড়ল ওই যাত্রীর


কীভাবে মনোরঞ্জনের পথ বেছে নিয়েছিলেন ২০ বছরের বাংলাদেশি যুবক? স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত শনিবার মালয়েশিয়ার কোয়ালা লামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় মালিন্ডো এয়ার সংস্থার বিমান। বিমান ওড়ার পরই নিজের সিটে বসে ল্যাপটপে পর্ন ছবি চালান ওই যুবক। শুধু তাই নয়, নিজের পোশাক খুলে নগ্ন অবস্থাতেই পর্নোগ্রাফিতে বিভোর হয়ে পড়েছিলেন। তাঁকে নগ্ন দেখে শালীনতা বজায় রাখার জন্য পোশাক পরে নিতে বলেন এক বিমান কর্মী। নির্দেশ মতো পোশাক পরেও নেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া।

কিন্তু সেখানেই ঘটনা শেষ হয়ে যায়নি। নীল ছবি দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে সিট ছেড়ে শৌচালয়ে যাওয়ার পথে এক বিমানসেবিকাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। বিমানসেবিকা তাঁর অশালীন আচরণে বাধা দিতেই রেগে যান যুবক। আর মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাকি বিমান কর্মীরা এসে যুবককে ধরে ফেলে পরিস্থিতি সামাল দেন। এমন অভব্য আচরণের জন্য তাঁর হাত বেঁধে দেওয়া হয়। বাকিটা পথ বিমানে সেভাবেই সফর করতে হয় তাঁকে। বিমান থেকে নামার পরই তাঁকে মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন জানাচ্ছে, শুধু যে নগ্ন হয়ে যুবক নীল ছবি দেখছিলেন তাই নয়, নিজের সিটে বসে হস্তমৈথুন করে আসনটি নোংরাও করেন তিনি

কিন্তু একজন শিক্ষিত যুবক প্রকাশ্যে কেন এমন ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয় বিমান সংস্থার সূত্রেও বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে ওই যাত্রীর হাত বেঁধে রাখা পরে গ্রেপ্তার হওয়ার ঘটনার সত্যতা মেনে নিয়েছে তারা 
যদিও ওই বিমানেরই আরেক যাত্রী জানাচ্ছেন, বাংলাদেশি যুবককে নগ্ন অবস্থায় দেখেছিলেন তিনি এমনকী বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণও চোখে পড়ে তাঁর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *