কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ের এন এস এস ছাত্র ছাত্রীদের 5দিনের বিশেষ শিবির শুরু হল
1 min readতপন চক্রবর্তী- উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এন এস এস প্রকল্পের ছাত্র ছাত্রীদের 5দিনের বিশেষ শিক্ষা শিবির মঙ্গলবার শুরু হল কালিয়াগঞ্জ পৌরসভার 2নম্বর ওয়াডের জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।বিশেষ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অমিত কমল গুহ,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ের এন এস এস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও শিক্ষক ধীরেন পাহান,বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন মোদক,শিক্ষক তামস রঞ্জন বন্দোপাধ্যায় ও 2নম্বর ওয়ার্ডের কমিশনার পূরবী সাহা।প্রধান অতিথি নিতাই বৈশ্য বলেন শুধু মাত্র পুঁথিগত বিদ্যা লাভ করে অনেক কিছুই জানা যায়না।এন এস এস শিবিরের শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন কাজে তারা আত্মনিয়োগ করতে পারে।
এন এস এস এর ভারপ্রাপ্ত আধিকারিক ধীরেন পাহান বলেন এই 5দিনের শিক্ষা শিবিরে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এলাকাকে স্বচ্ছ রাখতে হবে,বৃক্ষ রোপনের মত কাজ,সমাজকে নানাভাবে সচেতন করার দায়িত্ব নিতে হবে।এই দিন এন এস এস প্রকল্পের ছাত্র ছাত্রীদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ সকলেই ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিজানে অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী নৃত্য পরিবেশন করে।বিশেষ শিক্ষা শিবির চলবে আগামী 10ই মার্চ পর্যন্ত।