December 21, 2024

মাধ্যমিক চলাকালীন উত্তর দিনাজপুরে লোডশেডিং সমস্যা ও গাড়ির ছাদে ছাত্রছাত্রী তোলা নিয়ে সতর্কতা শিক্ষা দপ্তরের

1 min read

তন্ময় চক্রবত্তী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তর দিনাজপুর জেলায় লোডশেডিংয়ের সমস্যা যাতে না দেখা দেয় সেদিকে নজর রাখার জন্য বিদ্যু বণ্টন কোম্পানিকে অনুরোধ করল জেলা শিক্ষা দপ্তর অন্যদিকে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রেযাওয়ারক্ষেত্রেবাসেরছাদেযাতেকোনওভাবেইযাতায়াতনাকরেসেদিকেপুলিসপ্রশাসনকেনজরদারিচালানোরজন্যওতারাবলেছে পাশাপাশি জেলায় সুষ্ঠভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করতে যাবতীয় প্রস্তুতি জেলা শিক্ষা দপ্তর নিয়েছেমধ্য শিক্ষা পর্ষদের জেলার ভেন্যু ইনচার্জ অসীম রঞ্জন দাস বলেন পরীক্ষার মরশুমে লোডশেডিং হওয়ায় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে এনিয়ে আমাদের কাছে অভিযোগও আসে পরীক্ষার সময় কোনওভাবে যাতে লোডশেডিং না হয় সেদিকে নজর রাখতে বিদ্যু দপ্তরকে বলা হয়েছে অনেক সময় বাসের ছাদে যাতায়াত করতে গিয়ে ছাত্রছাত্রীরা দুর্ঘটনা কবলে পরে সেদিকেও নজর রাখার জন্য পুলিস প্রশাসনকে বলা হয়েছে


জেলা বিদ্যু বণ্টন কোম্পানির ডিভিশনাল ইঞ্জিনিয়ার বলেন, পরীক্ষার সময় যাতে জেলায় লোডশেডিং না হয় সেইমতো কাজ শুরু হয়েছে জেলা শিক্ষা দপ্তর জানিয়েছে, ১২ মার্চ থেকে সারা রাজ্যের সঙ্গে উত্তর  দিনাজপুর জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবেজেলা প্রশাসন
সূত্রে জানা গেছে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৫৯৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৪০৭০ জন ছাত্রীর সংখ্যা ২৪৫২৩ জন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মোট ১০২ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ মহকুমা এলাকায় রয়েছে ৫০ টি ইসলামপুর মহকুমা এলাকায় রয়েছে ৫২ টি স্কুল। যার মধ্যে ২২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *