January 3, 2025

রায়গঞ্জে রেলগেটের ভোগান্তি দূর করতে নয়া উদ্যোগ নিলেন রাজ্যের পরিবহন দফতর

1 min read

তন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ রায়গঞ্জে রেলগেটের ভোগান্তি দূর করতে নয়া উদ্যোগ নিলেন রাজ্যের পরিবহন দফতর। শহরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা বিবিডি মোড়ে রেল লাইন এড়িয়ে রাস্তা পারাপারের জন্য গড়ে তোলা হবে ওভার ব্রীজ। যার উপর দিয়ে শুধু পথচারীই নয়, চলাচল করতে পারবে ছোট মাপের হালকা যানবাহনও। প্রাথমিক ভাবে পরিবহন মন্ত্রীর কাছ থেকে এই সেতু নির্মানের জন্য সবুজ সংকেত মিলেছে বলে জানিয়েছেন ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য।
অমল বাবু আরও বলেন, রায়গঞ্জ তথা জেলাবাসীকে নিত্যদিনের দুর্ভোগের কথা তুলে ধরে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শহরের বিবিডি মোড় এলাকায় একটি ফুট ব্রীজ নির্মান করার দাবি জানানো হয়েছিল। তিনি সেই আবেদনে সারা দিয়ে জানিয়েছেন শুধু পথচারীই নয়, ছোট ও হালকা ওজনের যানবাহন চলাচলের উপযোগী একটি ওভার ব্রীজ তৈরি করে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহন করা হবে। প্রকল্পের জন্য অর্থের কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। প্রকল্প রূপায়ণে যা যা করণীয় তা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অমল বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *