বাঁশঝাড়ের ভিতরে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৩ শিশু-কিশোর
1 min readরাজূ দে ঃ- বাঁশঝাড়ের ভিতরেখেলতে গিয়েবোমা ফেটেজখম ৩শিশু–কিশোর। আহতরাহল জব্বরআলি (১৩), মুজাহিদ(১৩) ও তনবীর(৮) ।এদের মধ্যেজব্বর এরআঘাত গুরুতর। ঘটনাঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরথানার মাটিকুন্ডা১ পঞ্চায়েতেরবিন্নাবাড়ি চাপাসার গ্রামে।
আহতদেরইসলামপুর মহকুমাহাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবারের লোকেরাজানিয়েছেন, তিন শিশু এদিন দুপুরওই এলাকারএকটি বাঁশঝাড়েখেলতে গেলেবিকট শব্দহয়।শব্দ শুনেঘটনাস্থলে ছুটে আসে শিশুদের পরিজনসহগ্রামের বাসিন্দারা। তড়িঘড়িসেখান শিশুদেরউদ্ধার করেইসলামপুর মহকুমাহাসপাতালে নিয়ে আসে। পরিবারেরলোকেরা বোমাফাটার কথাঅস্বীকার করলেওআহতদের আঘাতেরধরণ দেখেস্থানীয় মানুষেরসন্দেহ বাজিনয়, মজুতকরা বোমাফেটে আহতহয়েছে ওইশিশুরা।যদিও আহতদেরপরিবারের দাবিবাজি ফেটেএই ঘটনাঘটেছে।আদতেও বোমানা পটকাবাজি তাখতিয়ে দেখছেইসলামপুর থানারপুলিশ।