একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলায়
1 min readঅধিকার হরণ করলে মানুষ আগামীতে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে। যদিও শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের সমস্ত অভিযোগ নসাত্ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, জেলায় তৃণমূল বাদে অন্য কোন শক্তির সাংগঠনিক ক্ষমতা নেই বললেই চলে। তাই তারা প্রার্থী দিতে পারেনি। এদিকে বাম, বিজেপি ও কংগ্রেস নেতত্ব এজন্য তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে দায়ী করেছেন।সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, চোপড়া, ইসলামপুর সহ একাধিক ব্লকে বাম প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে। পুলিশ একেবারে নিশ্চুপ। ফলে অনেকেই প্রাণ ভয়ে প্রার্থী হতে পারে নি।
বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, মা–মাটি–মানুষের সরকার এত উন্নয়নমূলক কাজ করেছে সেজন্য সন্ত্রাসকে হাতিয়ার করেই বিরোধীদের আটকানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষকে এভাবে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হলেও আগামী লোকসভা ভোটে উচিত শিক্ষা পাবে তৃণমূল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে চোপড়া ব্লকের ১৬৫ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১০ টি আসনে প্রার্থী দিতে পারে নি বাম, কংগ্রেস ও বিজেপি। পঞ্চায়েত সমিতির ২৪ টি আসনের মধ্যে ২ টি আসনে প্রার্থী নেই বিরোধীদের। ইসলামপুর ব্লকে ১৭৮ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ২২টিতে এবং পঞ্চায়েত সমিতির ৩৬টি মধ্যে ৪ টি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা।গোয়ালপোখর ১ ব্লকের ২০৪ টি আসনের মধ্যে ২ টি আসনে প্রার্থী নেই বিরোধীদের। রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের ২৮০ টি আসনের মধ্যে ১টি এবং ইটাহার ব্লকের গ্রাম পঞ্চায়েতের ১৯৪ টি আসনের মধ্যে ১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বিরোধীরা। জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের ১৬৪৯ টি আসনের মধ্যে ৩৬টি ও পঞ্চায়েত সমিতির ২৮৭টি আসনের মধ্যে ৬ টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।