হেমতাবাদ ব্লকের বিডিও অফিস উদ্ধার কোবড়া সাপ,
1 min read
তন্ময় দাস, হেমতাবাদ,:জেলায় যখন পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা কে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিলো কালিয়াগঞ্জ, রায়গঞ্জ,ইটার ব্লকে ঠিক তখনি জেলার পার্শ্ববর্তী হেমতাবাদ ব্লকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্রের নেতৃত্বে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে। আজ ছিলো মনোনয়ন পত্র বাছাই করার চুড়ান্ত বাছাই পর্ব. ঠিক সেই সময় হেমতাবাদ ব্লকের বিডিও অফিস এর পাশের ঘরে দেখা য়ায় একটি বিশাল আকারের কোবড়া সাপ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় ব্লক চত্তরে।
সময় আপচয় না করে তড়িঘড়ি খবর দেওয়া হয় পশুপ্রেমি উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সেক্রেটারি গৌতম তান্তিয়া মহাশয় কে। এরপর গৌতম বাবুর নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস এর সদস্য প্রনবেন্দু সাহা ও রিজু শিল। সাপ টি উদ্ধার করে নিয়ে য়ায় এর পর সাপটি কে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।