পারিবারিক অশান্তির জেরে ইট দিয়ে মেরে শ্বশুরের মাথা ফাটানোর অভিযোগ উঠল
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, পারিবারিক অশান্তির জেরে ইট দিয়ে মেরে শ্বশুরের মাথা ফাটানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত শ্বশুর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা শহরের অরবিন্দপার্ক এলাকায়। জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তর নাম, বিজয় বিস্বাস(৪৫)। বাড়ি অরবিন্দপার্ক এলাকায়। অভিযুক্ত জামাই সঞ্জীব ঘোষ পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।