January 10, 2025

রাজ্যে সরকার ও নির্বাচন কমিশনার ছিনিমিনি খেলছে জানালেন বিজেপি নেতা মুকুল রায়

1 min read


তন্ময়  চক্রবত্তী ঃ- ভোট যত এগিয়ে আসচ্ছে ততই রাজনৌতিক দল গুলির প্রচার জমে উঠেছেজেলার বিভিন্ন প্রান্তে শাসক বিরোধী দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করার গ্রাম গঞ্জে এখন এই পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে সরগরম গ্রামের রাজনিতিআজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর,হেমতাবাদ বিজেপি একটি জনসভায় বিজেপি নেতা মুকুল রায় বক্তব্য রাখেনএর পর সাংবাদিকদের সাথে কথা বলতে
গিয়ে 
তিনি বলেন রাজ্যে যে ভাবে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে যে ভাবে রাজ্য সরকার নির্বাচন কমিশনার ছিনিমিনি খেলছে তা এক নজির বিহিন

তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যে নির্বাচন 
কমিশনারের ভূমিকায় কাজ করছেফলে 
এবারের নির্বাচন একটা ছেলেখেলা হচ্ছে তিনি বলেন আজো মানুষ বিভ্রান্ত কবে নির্বাচন হবে তা নিয়েতবে যেদিন নির্বাচন হোক না কেন ভারতীয় জনতা পার্টি পুরোপুরি প্রস্তুতএবার এই লড়াইয়ে তারা তৃনমূল কে হারিয়ে জানিয়ে দিতে চায় রাজ্যে থেকে মমতায় বিদায় আসন্ন

তিনি বলেন রাজ্যের তৃনমূলের নেতারা বিজেপির নামে নানান অপ্রচার করছে কিন্তু তার সাফ জবাব এতে বিজেপির কিছু আসে যায় না কারন ভারতবর্ষের ২১ টা রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি সরকারেরএদিন বিজেপি নেতা মুকুল রায় কালিয়াগঞ্জের কুনোর জনসভা করার পর হেমতাবাদে সভা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *