কালিয়াগঞ্জের জেলা পরিষদ আসনের তৃনমূল প্রার্থী তথ্য রাজ্য সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে ভোট প্রচার পদযাত্রায় বাধা দানের চেষ্টা অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
1 min read
সুচন্দন কর্মকার, বর্তমানের কথা ঃ- জেলা পরিষদ আসনের তৃনমূল প্রার্থী তথ্য রাজ্য সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে ভোট প্রচার পদযাত্রায় বাধা দানের চেষ্টা অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে, এমোনি ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বৈকুণ্ঠপুর গ্রামে এলাকার অবস্থা সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থানে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়, শাসক দলের নেতৃত্বে সংযত ভূমিকা পালন করায় শেষ পর্যন্ত বড় অশান্তি হয়নি এলাকায় পুলিশ টহলদারি চলছে নতুন করে অশান্তি ছড়ালে আটকাতে,বিজেপি অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ১১ টা রাধিকাপুর পঞ্চায়েতের অধীনে বৈকুণ্ঠপুর বুথের প্রার্থী সহ ত্রিস্তর প্রার্থীদের নিয়ে ভোট প্রচার পদযাত্রা কমসুচি ছিল তৃনমূলের, এই পদযাত্রায় নেতৃত্বে দেন পঞ্চায়েতের অধীনে থাকা ১৮ নং জেলা পরিষদ প্রার্থী তথা প্রদেশ তৃনমূল সম্পাদক অসীম ঘোষ,এছাড়া ছিলেন এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য পান কুমার সরকার,পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা অঞ্চল তৃনমূল সভাপতি রবীন্দ্র নাথ রায়, এবং কালিয়াগঞ্জ পৌরসভার উপ-পুরপ্রধান বসন্ত রায়, পদযাত্রা বৈকুন্ঠপুরের ঢেবু ডাঙ্গি এলাকায় অশান্তির পরিস্থিতি তৈরী হয়,এলাকার বেশ কিছু বিজেপি কর্মী লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল তৃনমূলের পদযাত্রা পৌছালে মিছিলে হামলা করবেই বিজেপি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এমন আনুমানের জেরে তৈরী হয় অশান্তির পরিস্থিতি, স্বাভাবিক ভাবে এই ঘটানার ফলে মিছিল থামে যায়,মিছিলের সাথে থাকা অসীম ঘোষের দেহরক্ষি তৎক্ষনাৎ পরিস্থিতি জানিয়ে রির্পোট দেন থানায়,খবর মিলতেই বিরাট পুলিশ বাহিনী নিয়ে ছুটে যায় আইসি, পড়ে পুলিশ অবস্থা সামাল দিলে ফেড় তৃনমূলের মিছিল শুরু হয় । অসীম ঘোষ এদিনের ঘটনার নিন্দা করে বলেন এর আগে মনোনয়ের সময় আমাকে লক্ষ্য করে রাতে বাড়িতে হামলা চালিয়ে ছিল বিজেপি কর্মীরা এদিন বৈকুণ্ঠপুরে ভোট প্রচার পদযাত্রা আটকানোর জন্য লাঠি নিয়ে জমায়েত করেছিল বিজেপি কর্মীরা, এভাবে তৃনমূল এর জয় আটকানো যাবে না বলে বিজেপির প্রতি বার্তা দিয়ে সন্ত্রাস বন্ধের অবেদন জানান প্রদেশ তৃনমূল সম্পাদক অসীম ঘোষ।অপদিকে তৃনমূল মিছিলে আটকানোর চেষ্টার অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করে বিজেপির জেলা সাধারন সম্পাদক অমিত সাহা বলেন এই ঘটনায় দলের কেউ যুক্ত নয়, মিথ্যা মমলায় বিজেপি কর্মীদের ফাসাতে এমন অভিযোগ তুলছে শাসক দল বলছেন অমিত বাবু। কারন আজ বিজেপি কর্মিরা তাদের সর্বভারতীয় নেতা মুকুল রায়ের জনসভায় ছিল। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। গ্রামের মানুষদের মধ্যে ভুল বার্তা পৌছানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছে তৃনমূল।