তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলায় বললেন শুভেন্দু অধিকারী
1 min read
প্রদিপ সিংহা (করনদিঘি) ঃ আসন্ন পন্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে
ইতিমধ্যে বিভিন্ন দলের প্রচার । আজ করনদীঘিতে রাজ্যের পরিবহন
মন্ত্রী তথা
উত্তর দিনাজপুর জেলা
তৃণমূল কংগ্রেস
পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়ে গেছে।এই জেলাতে ২৬ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩ টি অাসন বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয় এসেছে।৮৮ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি অাসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।মুর্শিদাবাদে ৭০ টি অাসনের মধ্যে ৪৮ টিতে জয় এসেছে।অধির চৌধুরী জেলা ছেড়েছেন।করনদীঘিতে পঞ্চায়েত সমিতি,গ্রাম পন্চায়েত সহ তিনটি জেলা পরিষদ অাসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজয়ী হবেন।এদিন বর্তমান রাজ্য সরকারের উন্নয়ন সম্পর্কে শুভেন্দু বলেন,অাদিবাসীদের জন্য সাওতালি ভাষার স্বীকৃতি,ধামসা,মাদল প্রদান,১ লক্ষ ১২ হাজার ছৌ,ঝুমুর,ভাওয়াইয়া সহ দুঃস্থ লোকশিল্পীদের ভাতা প্রদান,রাজবংশী অ্যাকাডেমি গঠন, পঞ্চানন বর্মার নামে কোচবিহারে বিশ্ববিদ্যালয় স্থাপন,কাজী নজরুল ইসলামের নামে অাসানসোলের চুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে।তিনি বলেন বাম,
কংগ্রেস ও
বিজেপি জোট
করে লড়াই
করলেও কোন লাভ নেই ।দোমোহনা
গ্রাম পন্চায়েতে ২৭ টি অাসনের
মধ্যে ২২
টিতে কংগ্রেস
ও বামেরা
প্রার্থী দিয়েছে।বাকী
৫ টিতে
বিজেপি প্রার্থী দিয়েছে।এতেই
এদের জোট
পরিষ্কার হয়েছে।এদের
সঙ্গে মানুষ
নেই।তাই অাদালতে
গিয়ে নির্বাচন বন্ধ
করতে ।আজ সকালে করনদীঘি উচ্চ বিদ্যালয় ময়দানে তৃণমূল কংগ্রেস
এর নির্বাচনি জনসভাতে তিনি বিজেপি,বামফ্রন্ট ও কংগ্রেসকে একহাত নেন।করনদীঘির নির্বাচনি জনসভাতে জেলা তৃণমূল কংগ্রেস
এর সভাপতি অমল অাচার্য্য,তৃনমূল কংগ্রেসের জেলা নেতা তিলক চৌধুরী,করনদীঘি ব্লক টিএমসি সভাপতি সুভাষ সিংহ,ব্লক যুব টিএমসি সভাপতি অাজাদ অালি উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে বিভিন্ন দলের প্রচার । আজ করনদীঘিতে রাজ্যের পরিবহন
মন্ত্রী তথা
উত্তর দিনাজপুর জেলা
তৃণমূল কংগ্রেস
পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়ে গেছে।এই জেলাতে ২৬ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩ টি অাসন বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয় এসেছে।৮৮ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি অাসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।মুর্শিদাবাদে ৭০ টি অাসনের মধ্যে ৪৮ টিতে জয় এসেছে।অধির চৌধুরী জেলা ছেড়েছেন।করনদীঘিতে পঞ্চায়েত সমিতি,গ্রাম পন্চায়েত সহ তিনটি জেলা পরিষদ অাসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজয়ী হবেন।এদিন বর্তমান রাজ্য সরকারের উন্নয়ন সম্পর্কে শুভেন্দু বলেন,অাদিবাসীদের জন্য সাওতালি ভাষার স্বীকৃতি,ধামসা,মাদল প্রদান,১ লক্ষ ১২ হাজার ছৌ,ঝুমুর,ভাওয়াইয়া সহ দুঃস্থ লোকশিল্পীদের ভাতা প্রদান,রাজবংশী অ্যাকাডেমি গঠন, পঞ্চানন বর্মার নামে কোচবিহারে বিশ্ববিদ্যালয় স্থাপন,কাজী নজরুল ইসলামের নামে অাসানসোলের চুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে।তিনি বলেন বাম,
কংগ্রেস ও
বিজেপি জোট
করে লড়াই
করলেও কোন লাভ নেই ।দোমোহনা
গ্রাম পন্চায়েতে ২৭ টি অাসনের
মধ্যে ২২
টিতে কংগ্রেস
ও বামেরা
প্রার্থী দিয়েছে।বাকী
৫ টিতে
বিজেপি প্রার্থী দিয়েছে।এতেই
এদের জোট
পরিষ্কার হয়েছে।এদের
সঙ্গে মানুষ
নেই।তাই অাদালতে
গিয়ে নির্বাচন বন্ধ
করতে ।আজ সকালে করনদীঘি উচ্চ বিদ্যালয় ময়দানে তৃণমূল কংগ্রেস
এর নির্বাচনি জনসভাতে তিনি বিজেপি,বামফ্রন্ট ও কংগ্রেসকে একহাত নেন।করনদীঘির নির্বাচনি জনসভাতে জেলা তৃণমূল কংগ্রেস
এর সভাপতি অমল অাচার্য্য,তৃনমূল কংগ্রেসের জেলা নেতা তিলক চৌধুরী,করনদীঘি ব্লক টিএমসি সভাপতি সুভাষ সিংহ,ব্লক যুব টিএমসি সভাপতি অাজাদ অালি উপস্থিত ছিলেন।