উত্তর দিনাজপুর জেলায় শান্তিপূর্ণ ভাবে অবাধ ভোট করাতে সব রকমের প্রস্তুতি শুরু করতে মারিয়া জেলা প্রশাসন শুরু হল টহলদারি
1 min read
তন্ময় দাস,রায়গঞ্জ :পঞ্চায়েত ভোট আগমনীর আগেই উত্তপ্ত হয়ে উঠে উত্তর দিনাজপুর জেলা, কালিয়াগঞ্জ, হেমতাবাদ,রায়গঞ্জ, ইটাহার করনদিঘী,গোয়ালপুকুর, চোপড়া,চাকুলিয়া,ইসলামপুর, তাই শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব মেটাতে গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশ ও র্যাফ বাহিনী রুট মার্চ শুরু হয়েছে। শান্তিপূর্ণ ভাবে অবাধ ভোট করাতে সব রকমের প্রস্তুতি শুরু করতে মারিয়া জেলা প্রশাসন ।
ভোটর দিন যাতে কোনভাবে কোন অশান্তি না হয় বা দুষ্কৃতিকারীরা যাতে ভোট পন্ড না করতে পারে তার জন্য বিভিন্ন থানায় টহলদারি করে প্রশাসন তাই শনিবার থেকে জেলার হেমতাবাদ থানা এলাকা গুলিতে ব্যাপক ভাবে রুট মার্চ করাল বিশ্বনাথ মিত্র নেতৃত্বে পুলিশ ও র্যাফ, নাকা বাহিনী দিয়ে টহলদারি করানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এবার নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও র্যাফ, নাকা বাহিনী দিয়ে টহলদারি ব্যবহার করা হচ্ছে।সব মিলিয়ে ভোট নির্বিঘ্নে নির্বাচন করতে প্রস্তুত জেলা পুলিশ,প্রশাসন।