January 11, 2025

বন্দুক হাতে বুথ দখল বহিরিগতদের

1 min read

বিশ্বজিৎ মন্ডল, মালদা, বন্দুক হাতে বুথ দখল বহিরিগতদের। ব্যালট বাক্স নিয়ে পালাই দুস্কৃতিরা। পুনঃনির্বাচনে আতঙ্কিত ভোটাররা। গত ১৪ মে রতুয়া ১ নং ব্লকের, বাহারাল, বাখরা ৭৯ নং বুথে গোলমাল। ব্যলট পেপার পুড়িয়ে দেওয়া হয়। ভাঙ্গচুর করা হয় ব্যলট বাক্স। পোড়ানো হয় বাইক। মার খায় পুলিস।

 সেই বুথে বন্ধ ভোট প্রক্রিয়া। ভয় ও আতঙ্কে রয়েছে ভোটাররা। সকাল থেকে ভোটারদের সংখ্যাও ছিল কম। সব মিলিয়ে আতঙ্কর পরিবেশ ওই বুথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *