শান্তিপূর্ণ ভাবেই চলছে পুরুলিয়া জেলার ৫ টি জায়গায় পুনর্নির্বাচন প্রক্রিয়া
1 min read
পুরুলিয়া শান্তিপূর্ণ ভাবেই চলছে পুরুলিয়া জেলার পাঁচটি জায়গার পুনর্নির্বাচন। আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে বাঘমুণ্ডীর ৮৭ নং বুথ, রঘুনাথপুর-২ ব্লকের ৭৬ নং বুথ, নিতুড়িয়ার ৬৬ নং এবং তার সহযোগী ৬৬-এ নং বুথ এবং পাড়ার ৭১ নং বুথ ছাড়াও ৬৬ নং এবং তার সহযোগী ৬৬-এ নং বুথে। এদিন নিতুড়িয়ার গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেবার অভিযোগ ওঠে। এছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভোট নিয়ে এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দলের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। বেলা নটা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ। সকাল সাতটা থেকেই ভোট দাতাদের উৎসাহের সঙ্গে ভোটদান করতে দেখা গেছে। বেলাএগারোটাতেও যথেষ্ট ভিড় রয়েছে বুথগুলিতে। প্রচণ্ড গরম থাকার কারণে সকাল সকাল সবাই ভোট দিতে চলে এসেছেন বলে জানান ভোটাররা। উল্লেখ্য পাড়া ব্লকের ৭১ নং বুথটি ছাড়া বাকি বুথগুলিতে শাসক দল সন্ত্রাস চালায় বলে অভিযোগ ওঠে। বিরোধীদের দাবী এই বুথগুলিতে তাই করা হচ্ছে পুনর্নির্বাচন। ৭১ নং বুথে ব্যালট পেপার পাল্টাপাল্টি হয়ে যাওয়ায় ফিরে নেওয়া হচ্ছে ভোট।