January 11, 2025

আপাতত সকাল থেকে নির্বগ্নে ভোট পর্ব চলছে দক্ষিণ দিনাজপুর জেলার ৩৫টি বুথে

1 min read
দক্ষিন দিনাজপুরঃ আপাতত সকাল থেকে নির্বগ্নে ভোট পর্ব চলছে কোনপ্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জেলার ৩৫ টি বুথ কেন্দ্রে  রয়েছে পুলিশ। প্রসঙ্গত জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক ও জেলা শাসক-এর পঞ্চায়েত নির্বাচন বিষয়ক নির্বাচন কমিশনকে পাঠানো রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় রাজ্যের ৫৭২টি বুথে পুন:নির্বাচন হবে।
 এই ৫৭২টি বুথের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ৩৫টি বুথে পুন:নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুর জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক ও জেলা শাসক রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো ভোট পরবর্তী সময়ে নির্বাচন বিষয়ক রিপোর্টে উল্লেখ করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এই জেলার ৩৫টি বুথের কোথাও বুথ দখল, কোথাও ব্যালট পেপার নষ্ট, আবার কোথাও ব্যালট বাক্স নষ্ট হয়েছে। এই ৩৫টি বুথের মধ্যে বালুরঘাট ব্লকের ৩টি বুথ, তপন ব্লকের ৬টি বুথ, হিলি ব্লকের ১টি বুথ, বংশীহারী ব্লকের ১টি বুথ, কুশমন্ডি ব্লকের ৫টি বুথ, গঙ্গারামপুর ব্লকের ৪টি বুথ, হরিরামপুর ব্লকের ১৫টি বুথ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *