পুনর্নির্বাচন বয়কট করলেন চাঁচল ২ ব্লকের পারানিনগর গ্রামের ৩১/২ নম্বর বুথের ভোটাররা
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, নিরাপত্তা নেই ৷ তাই
পুনর্নির্বাচন বয়কট করলেন চাঁচল ২ ব্লকের পারানিনগর গ্রামের ৩১/২ নম্বর বুথের ভোটাররা ৷ ওই বুথে এখনও পর্যন্ত একজনও ভোট দেননি ৷ সকাল থেকে ভোটকেন্দ্রে বসে রয়েছেন ভোটকর্মীরা ৷উল্লেখ্য, ১৪ মে এই বুথে ব্যাপক গোলমাল হয় ৷ বুথের সামনে বোমাবাজি ও গুলি চলে ৷ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বুথ দাপিয়ে বেড়ায় রাজনৈতিক দুষ্কৃতীরা ৷ তাদের হামলায় গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন দুই গ্রামবাসী ৷ গুলির নিশানা হওয়ার পরেও প্রাণে বাঁচেন এক গ্রামবাসী সাজ্জাদ আলি ৷ তিনি বলেন, সেদিন সফিকুল ও শাহেনশা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সেই সময় তিনি পায়ে চোট পেয়ে খানিকটা ঝুঁকে যাওয়ায় গুলি তাঁর মাথা ঘেঁষে বেরিয়ে যায় ৷ গ্রামের সবার বক্তব্য, ১৪ মে পুলিশের নিষ্ক্রিয়তার ছবি তাঁরা দেখেছেন ৷ ভোট দিতে গিয়ে তাঁরা কেউ প্রাণ হারাতে চান না ৷ তাই এদিন তাঁরা কেউ ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷
বাস্তবিকই গত ১৪ মে’র ভয়ঙ্কর দুষ্কৃতী হামলার ছবি এখনও গ্রামের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ কোনও বাড়ির টালির ছাদ ভাঙা, কোনও বাড়ির সামনে থাকা সমস্ত জিনিসপত্র এখনও লণ্ডভণ্ড ৷ অনেক বাড়ি এখনও তালাবন্ধ ৷ সন্ত্রাসের আবহ থেকে বাঁচতে পরিবার নিয়ে বাইরে চলে গিয়েছেন গৃহকর্তারা ৷ এদিন সকাল ১১টায় পরানিনগর উত্তরপাড়া শিশু শিক্ষাকেন্দ্রে ৩১/২ নম্বর বুথে গিয়ে দেখা যায়, পুলিশ ও সিভিক মিলিয়ে জনা দশেক নিরাপত্তাকর্মী ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ঘুরছেন ৷ ভিতরে বসে ভোটকর্মীরা ৷ বুথের প্রিজাইডিং অফিসার হিমাংশু মণ্ডল জানালেন, সকাল থেকে এখন পর্যন্ত একজনও ভোট দিতে আসেননি ৷