নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কি না স্বাস্থ্যভবনে রিপোর্ট পাঠানো শুরু উত্তর দিনাজপুরে
1 min read
জেলায় কোনও জায়গায় জ্বরের প্রকোপ বাড়ছে কি না তার উপরে নজরদারি চালিয়ে প্রতিদিন স্বাস্থ্য ভবনকে রিপোর্ট দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলায়। মূলত কোথাও কোনও ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কি না তার উপরে নজরদারি চালানোর জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই জেলায় বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছিল যে কোথাও পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়ছে কি না। কারণ অনেকেই ভিন রাজ্য থেকে নির্বাচনে ভোট দিতে নিজের জায়গায় ফিরে আসেন। এবার সেই নজরদারির সঙ্গে কোন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কি না সেদিকেও নজরদারি রাখা হবে। কোনও ব্যক্তি অ্যাকিউট এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে ভরতি হলে তার উপরে নজরদারি চালানোর পাশাপাশি তিনি সম্প্রতি কোন এলাকা থেকে ঘুরে এসেছেন তা খতিয়ে দেখা হবে। এক কথায় ওই ব্যক্তির ‘ভ্রমণ ইতিহাস’ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জেলায় শুয়োরের খামারের উপরেও নজরদারি চালানো হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, জেলায় জ্বরে আক্রান্তদের রিপোর্ট প্রতিদিন স্বাস্থ্য ভবনে পাঠানো শুরু হয়েছে।