কালিয়াগঞ্জ শহরের জনবহুল রাস্তা থেকে মহিলার গলা থেকে হার ছিনতাই
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের জনবহুল হাসপাতাল রোডে রাত ৯টার সময় রাস্তা দিয়ে যাবার সময় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা যায় মহিলাটি তার বাড়িতে যাবার সময় দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায় বলে জানা যায়।হার ছিনতাযের খবর কালিয়াগঞ্জ থানায় জানালে কালিয়াগঞ্জ থানা থেকে সাথে সাথে পুলিশ এলেও দুষ্কৃতী কারীদের খোঁজ এখনো পায়নি বলে জানা যায়।কালিয়াগঞ্জ শহরের মানুষদের বক্তব্য শহরের রাস্তায় রাস্তায় এত সিভিক পুলিশ থাকা স্বত্তেও শহরের প্রাণ কে
ন্দ্রে এতবড় একটি ঘটনা ঘটলো কিভাবে এতে সবাই অবাক হয়ে গেছে।