January 11, 2025

যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাছে ওম নারায়ন নম ফাউন্ডেশন

1 min read

তন্ময় চক্রবর্তীআজকের দিনে শুধুমাত্র পাঠ্যপুস্তকের পড়া পরে নিজের পায়ে দাঁড়াতে পারবে কেউ  তার কোন নিশ্চয়তা নেইতাই যুগের সাথে তালে তালে মিলিয়ে যুবক যুবতীদের 
আধুনিক মানের কম্পিউটার শিক্ষা বিউটিশিয়ান কোর্সের মাধ্যমে শিক্ষা দিয়ে যুবক যুবতীদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তর দিনাজুড়ের কালিয়াগঞ্জের ৫নম্বর ওয়ার্ডের শান্তিকলোনিতে ওম নারায়ন নম ফাউন্ডেশন



এক সাক্ষাৎকারে সংস্থার কর্নধার কাকলী মোদক(দাস)
বলেন যুগের সাথে তাল  মিলিয়ে তাদের সংস্থা একদিকে  যেমন আধুনিক মানের কম্পিউটার শিক্ষা দিয়ে যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলছে তেমন  ই সাথে সাথে যুবতীদের আধুনিক মানের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনে চলার পথে নতুন বার্তা তাদের সংস্থা দিচ্ছে যুবক যুবতীদের  তিনি বলেন প্রথম পর্যায়ে তারা ২৬জন যুবক যুবতীদের নিয়ে এই প্রশিক্ষণ দিয়েছেন

সংস্থার কর্নধার কাকলী দেবী আর ও জানান তাদের এই সংস্থায়  রিয়া রায়  চৌধুরী , প্রকাশ গুপ্তা, অরুপ সরকার সহ   মোট চারজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা এই প্রশিক্ষনের ক্লাস নেওয়া হচ্ছে সপ্তাহে তিনদিন করে  

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষন নেওয়া ছাত্র ছাত্রীদের সরকার স্বীকৃত শংসাপত্র দেওয়া হবে বলে জানান সংস্থার কর্নধার কাকলী দেবী  আর ও জানান তাদের এই সংস্থা এই প্রশিক্ষণের পাশাপাশি প্রাথমিক শিশু শিক্ষা মিশনের মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাদ্যের  উপর নজরদারি ও রাখবেন   বলে জানান
তাই  শব মিলিয়ে ওম নারায়ন নম ফাউন্ডেশন কালিয়াগঞ্জের বুকে যুবক যুবতীদের এক নতুন দিশা দেখতে অক্লান্ত পরিশ্রম
চালিয়ে যাছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *