দক্ষিন দিনাজপুরের মুখ উজ্জ্বল করল মহিলা সমবায় "আলো"
1 min read
বর্তমানের কথা SKOCH এর জাতীয় স্তরের award of merit পেয়ে দক্ষিন দিনাজপুরের মুখ উজ্জ্বল করল মহিলা সমবায় “আলো”। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে আলোর কর্মকাণ্ড পরিদর্শনের জন্য SKOCH কে আমন্ত্রন জানান তারা আলোর কর্মকাণ্ড পরিদর্শন করে গোটা দেশের মধ্যে আলোকে মহিলা স্বশক্তিকরন ও মহিলা সচেতনতা বৃদ্ধি প্রভৃতি বিষয়ের ওপর ভিত্তি করে আলোকে award of merit দিচ্ছেন। আগামী ২১ শে জুন দিল্লিতে আলোর কর্মকর্তাদের হাতে এই পুরুস্কারটি তুলে দেওয়া হবে। এ বিষয় আলোর চেয়ারম্যান অরুনা ভট্টাচার্য্য নন্দী কে প্রশ্ন করলে তিন আমাদের বলেন। বংশীহারি ব্লকের মহিলাদের নিয়ে গঠিত আলো জেলার প্রথম মহিলা সমবায় সমিতি । আলো যেমন মহিলাদের ঋন দান করে তাই না মহিলা স্বশক্তিকরনের উদ্দেশ্যে মহিলাদের জ্যাম, জেলি তৈরী শেখানো আবার সেই উৎপাদন বাজার জাতও করে মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করে। আলো বিভিন্ন সময় মহিলাদের নিয়ে বিভিন্ন সচেতনতা শিবির ও করে থাকে। জন্মের মাত্র ৩ বছরেই আলো বিভিন্ন সরকারী বেসরকারী পুরষ্কার পেয়েছে। এতে আমাদের রাজ্য সমবায় দপ্তর ও জেলা প্রশাসন আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যার ফলস্বরুপ আজকের এই জাতীয় স্বীকৃতি।