January 11, 2025

রাস্তা খারাপ এবং রাস্তায় লাইটের দাবিতে পথ অবরোধ গ্রামবাসিদের

1 min read

বর্তমানের কথা   বাঁকুড়ার বড়জোরা থানার মিতালি নতুন গ্রাম ডিভিসি পাম্প হাউসের সামনে পথ অবরোধ করেন গ্রাম বাসিরা । অভিয়োগ দীর্ঘ দিন ধরেই রাস্তা খারাপ । তার পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না , ফলে দূরর্ঘটনা বাড়ছিলো ।   বাঁকুড়ার বড়জোরা থানার  মিতালি গ্রাম থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা একে বারে বেহাল অবস্থা ।  যাতায়াতের অযোগ্য হয়ে পরেছে । এই রোকম একটা মেন রোড দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে আছে । ফলে স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছিল । আর তারই প্রতিফলন হিসাবে তাদের এই পথ অবরোধ । আজ সকাল ৬টা থেকে তারা পথ অবরোধ শুরু করেন , চলে দুপুর ১২ টা পর্যন্ত । তীব্র যানজটের সৃষ্টি হয় ।  ফলে দারুন সমস্যা

য় পড়তে হয় পথ চলতি সকলকেই । অফিস যাত্রীদের আজ অফিস বন্ধ ছিলো , কেননা বাস , অটো , ছোটো গাড়ি কিছুই চলাচল করতে পারেনি । আজকের এই পথ অবরোধে প্রায় দুই হাজার গ্রাম বাসি সামিল হয়েছিলেন । তিনরুই , কুলডিহা , মাধবপুর , নতুন গ্রাম , মেটালি সহ বেশ কযেকটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে আজকের এই পথ অবরোধ করেন । খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন । এবং পুলিশের আশ্বাসে পথ অবরোধ গ্রাম বাসিরা তুলে নেন । স্থানীয় বাসিন্দা হারু রায় , বাপন তেওয়ারী রা বলেন , রাস্তা খারাপ তাই দূরর্ঘটনার পরিমানও বাড়ছে । তাই অবিলম্বে এই রাস্তা ঠিক করতে হবে । এবং রাস্তায় রাতের অন্ধকারে লাইট বসাতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *