বাবার সাইকেলে করে শশুরবাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু মেয়ের, আহত নাতনি
1 min read
বর্তমানের কথা বাবার সাইকেলের পেছনে চেপে শশুরবাড়ি ফিরছিল মেয়ে।সাথে ছিল বছর দুয়েকের নাননি। দ্রুতগতি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মেয়ের। আর আহত হল দাদু আর নাতনি। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়ালে। মৃতার নাম নুরজান বিবি(৩৫)। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও পলাতক চালক।স্থানিয় সূত্রে জানাগিয়েছে, বুধবার সকালে নুরজান তার বাপের বাড়ি থেকে নিজের বাড়ি খেজুরির বাঁশগেড়িয়াতে বাবার সাইকেলে করে ললাট – জনকা রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সাথে ছিল নুরজান বিবির ২ বছরের মেয়ে। যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতি ট্রাক ধাক্কা মারলে ছিটকে পড়ে যায় তিনজন। তবে নুরজান রাস্তার উপরে পড়ে যায়। তখন ট্রাকের পেছন চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয়। আহত হয় দাদু ও নাতি। স্থানিয়রা তাদের উদ্ধার করে স্থানিয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। পটাশপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে
।