January 11, 2025

কালিয়াগঞ্জ্ ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্দ্যেগে পথ চারীদের সারাদিন ধরে শরবত সেবা

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–প্ৰখর রোদ্রের তাপে যখন পথচারীদের হিমশিম খেতে হচ্ছে,গরমে যখন পথচারীরা জের বার,তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ওম নম শিবায় জপ সেবা সমিতির সদস্যরা গরম ও রোদ্রে হিমশিম পথচারীদের পাশে লেবু শরবত নিয়ে এগিয়ে এলো।কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির সদস্যরা সকাল থেকেই কালিয়াগঞ্জ শহরের মারওয়ারী পট্টির ঠাকুরবাড়ি এলাকায় ক্যাম্প করে এই সেবার কাজ অভিনব সেবার কাজ করে।তারা শুধু পথচারীদেরই নয়,কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে যে সমস্ত যাত্রীবাহী বাস যাতায়াত করছে সেই বাসের যাত্রীদের সাথে বাসের চালক ও কন্ডাক্টরদের ও লেবুর শরবত দেয় বলে জানা যায়।ওম নম শিবায় জপ সেবা সমিতির এই  উদ্যোগকে সাধুবাদ জানালো কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল।পৌরপতি কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ ওম নমশিবায় জপ সেবা সমিতির সদস্যরা যেভাবে তৃস্নার্থ মানুষের পাশে গিয়েসকাল থেকে সেবা করে যাচ্ছে তা এক কথায় অভিনন্দন যোগ্য।

কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির সম্পাদক রাধেশ্যাম তাপরিয়া বলেন তাদের এই সেবা সমিতির সদস্যরা কালিয়াগঞ্জ শহরে এই অভিনব সেবার কাজ প্রথম করছে না।তাদের সদস্যরা প্রতি সপ্তাহে তৃস্নার্থদের পাশে দাঁড়িয়ে এই লেবু শরবত দিয়ে থাকে।সংস্থার সভাপতি বাবুলাল আগরওয়াল বলেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই কাজ শুরু করে ইতিমধ্যেই  চারহাজার মানুষকে লেবু শরবত দিয়ে তৃষ্ণা নিবারণে সহায়তা করেছে বলে জানান।সংস্থার সদস্য ভীমরাজ জৈন,ভূপেন্দ্র মোহন ঝা ,চিন্ময় সরকার,নরেন্দ্র পন্ডিতমাঙ্গিলাল ঝাওয়ার যে ভাবে সকাল থেকে এই   সমাজ সেবার অভিনব  কাজ করে চলেছে তার জন্য এদেরকে সবাই অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *