ফটোসাংবাদিককে ক্ষুধার্ত ভেবে শিশুটি নিজের খাবার এগিয়ে দিল
1 min read
ময়লা-আবর্জনায় ভরপুর খোলা মাঠ। তার মাঝখানে প্লেট হাতে এক শিশু। সে ভীষণ ক্ষুধার্ত হয়ে খাবার খাচ্ছে। তার ছবি তোলার সময় ফটোসাংবাদিককে ক্ষুধার্ত ভেবে শিশুটি নিজের খাবার এগিয়ে দিয়েছিল।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরণার্থী শিশুর ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, সাদা-গোলাপী ফ্রক পরা এলোমেলো চুলের শিশুটি খাবারের প্লেট নিয়ে মাটিতে বসেছিল। জামাটি ভীষণ নোংরা, মুখে এখনো আঘাতের চিহ্ন। পায়ে জুতা নেই। হয়তো সে তার আপনজন হারিয়েছে, শরণার্থী শিবিরে দয়ায় বেঁচে থাকা শিশুটির এ মানবতার জন্যই ছবিটি নিয়ে আলোড়ন চলছে।